বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০১৫, ০১:০৫:২৩

ভারতকে হোইটওয়াশ লজ্জায় ফেলতে প্রস্তুত দক্ষিণ আফ্রিকা

ভারতকে হোইটওয়াশ লজ্জায় ফেলতে প্রস্তুত দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে সফরকারী দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে।তাই বৃহস্পতিবার কোলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনে অনুষ্ঠিতব্য সিরিজের ম্যাচটি হবে কেবল নিয়ম রক্ষার ম্যাচ। তার পরও শেষ ম্যাচটি দু’দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

পর পর দুই ম্যাচে জয় পেয়ে আত্মপ্রত্যয়ী হয়ে ওঠা দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলার বলেন, ‘বৃহস্পতিবার ম্যাচ জিতে টি-২০ সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ তার দল সম্ভাব্য সব কিছুই করবে।’

সিরিজের শেষ ম্যাচের আগে মিলার বলেন, ‘আমি মনে করছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা ২-০ তে এগিয়ে রয়েছি এবং ব্যবধানটা ৩-০ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আপনারা যেটা বলছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে সুখ-স্মৃতি এবং আত্মবিশ্বাসটা খুবই বড় ব্যপার। আমাদের প্রস্তুতি সত্যিকারার্থেই খুব ভাল বলে আমি মনে করছি। সব বাঁধা অতিক্রম করতে আমরা আমরা পুরোপুরি স্বচেষ্ট রয়েছি এবং আশা করছি বৃহস্পতিবার আমরাই ভাল অবস্থায় থাকব।’

ভারত খুবই ভাল একটি দল এবং তাদেরকে চাপে রাখতে হবে উল্লেখ করে হার্ড হিটিং এ ব্যাটসম্যান বলেন, ‘সত্যি বলতে দ্বিধা নেই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে কোলকাতা আসাটা দারুণ এক অনুভূতি। সিরজি জয় সত্যিকারভাবেই অনেক বড় কিছু। অনেক ভাল ভাল করার আশা নিয়েই আমরা এখানে এসেছি এবং ভাল করতে নিজেদের উপড় আমরা অনেক চাপ নিয়েছি।

দল(সম্ভাব্য): মহেন্দ্র সিং ধোনি (অধি: ও উইকটেরক্ষক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, আজিঙ্কা রাহানে, রবিচন্দ্রন অশ্বিন, স্টুয়ার্ট বিনি, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আম্বাতি রাইদু, মোহিত শর্মা, হরভজন সিং, অমিত মিশ্র এবং শ্রীনাথ অরবিন্দ।

দক্ষিণ আফ্রিকা (সম্ভাব্য) : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কাইল এ্যাবট, হাশিম আমলা, ফাহান বেহারদিয়েন, কুইন্টন ডি কক(উইকেটরক্ষক), ম্যার্চেন্ট ডি ল্যাঙ্গে, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, ইডি লি, ডেভিড মিলার, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, আলবি মরকেল এবং খায়া জোন্ডো।


৮ অক্টোবর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে