বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০১৫, ০১:৫৭:৩৫

মেসি-রোনালদোকে নিয়ে আবারও বির্তক, কে এগিয়ে?

মেসি-রোনালদোকে নিয়ে আবারও বির্তক, কে এগিয়ে?

স্পোর্টস ডেস্ক: বলা যায় দু’জনই মাঠ কাঁপানো খেলোয়াড়। খেলার মাঠে সঠিক সময়ে জ্বলে উঠতে দু’জনই সমান তালে পারদর্শী। তার পরও কে এগিয়ে? আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি? নাকি পর্তুগিজ তারকা  ক্রিশ্চিয়ানো রোনালদো?

বির্তক চলছেই। যা চলবে অনন্তকাল। এবার সেই বির্তকে তুসের ছিটা দিলেন ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফ। তিনি বলেন, ক্রিশ্চিয়ানো রোনালদো তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির মতো সৃষ্টিশীল খেলোয়াড় নন।

রিয়ালের মাদ্রিদের হয়ে এ মৌসুমে নয়টি ম্যাচ খেলে ১০টি গোল করেন রোনালদো। আর হাঁটুর চোটে ছিটকে পড়ার আগে মেসি বার্সেলোনার হয়ে ১০টি ম্যাচ খেলে করেন ছয় গোল। তবে সতীর্থদের তিনটি গোলে অবদানও রাখেন তিনি। এ মৌসুমের এই পরিসংখ্যানের পরও রোনালদোর চেয়ে মেসিকেই এগিয়ে রাখেন তিনি।

‘ক্রিশ্চিয়ানো দারুণ এক খেলোয়াড়। তবে সে শুধুই একজন গোলস্কোরার। তাকে ঘিরে একটি দল গড়ে তোলার মতো অতটা সৃষ্টিশীল সে কখনোই হবে না। দল কিভাবে খেলবে সে নেতৃত্ব দেওয়ার মতো নয় সে। তার কাজ হলো গোল করা।’

বার্লিনে একটি অনুষ্ঠানে ক্রুইফ বলেন, ‘অন্যদিকে, মেসি অনেক বেশি টিম প্লেয়ার। সে বল পাস দেয় এবং তার (গোলে) সাহায্য করায় কোনো শেষ নেই। আমার মতে, একজন অসাধারণ খেলোয়াড় আর গোলস্কোরারের মধ্যে বিরাট পার্থক্য আছে।’

এবারের ফিফা-ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রেও মেসিকেই এগিয়ে রাখছেন ক্রুইফ। ‘কোনো আলোচনাই হতে পারে না। কেউই মেসির পর্যায়ের নয়। আমি এটা আবারও মেসিকেই দিতাম।’
৮ অক্টোবর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে