স্পোর্টস ডেস্ক : ভারত-দক্ষিণ আফ্রিকা মাঠের লড়াইয়ে নামছে। দুই দেশের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি বিরাট কোহলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিরাট কোহলিকে হাতছানি দিয়ে ডাকছে ভারতের ইতিহাস।
একদিকে ভারত ও অন্যদিকে কোহলির জন্য বিশেষ অর্থবহ দুই দেশের শেষ টি-২০ লড়াই। কলকাতার ইডেন গার্ডেনসে মাঠে নামবে এই দুই দেশ।
ভারত হেরে গেলে ভারতীয় সমর্থকদের নিয়ন্ত্রণ করতে কঠোড় হতে হবে আইনশৃঙ্খলাবাহিনীকে। গত ম্যাচের চিত্রটার কারণে কড়া নিরাপত্ত্বা থাকছে স্টেডিয়াম জুড়ে।
সমর্থকরা ধোনিদের প্রতি আস্থা হারিয়ে ফেলায় স্টেডিয়ামে খুব বেশি দর্শকসমাগম হবে না। বিরাট কোহলি এ দিন হাফসেঞ্চুরি করতে পারলে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে প্রথম ১০ টি হাফ সেঞ্চুরি পূর্ণ হবে কোনো ভারতীয় ক্রিকেটারের।
দক্ষিণ আফ্রিকা জিতলে ৫০ টি টি-২০ ম্যাচ জেতার মাইলফলক পূর্ণ হবে তাদের। নানা অলংঙ্কারের ম্যাচটি বৃহস্পতিবার সন্ধ্যায় মাঠে গড়াবে।
৮ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর