মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০১৬, ১২:৩৩:৩৮

এই বাংলাদেশেরই টেস্ট স্ট্যাটাস বাতিলের ষড়যন্ত্র হয়েছিল!

এই বাংলাদেশেরই টেস্ট স্ট্যাটাস বাতিলের ষড়যন্ত্র হয়েছিল!

স্পোর্টস ডেস্ক: আড়াই বছর আগের কথা। ক্রিকেটে হঠাৎ আবির্ভাব হয়েছিল তিন মোড়লের। ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড।
 
অবির্ভাবের পরই অর্থাৎ ২০১৪ সালের গোড়ার দিকে এই তিন মোড়ল বাংলাদেশ ও জিম্বাবুয়ের টেস্ট স্ট্যাটাস কেড়ে নিতে মরিয়া হয়ে উঠেছিল।
 
তারা চেয়েছিল, আইসিসি র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকা বাংলাদেশ ও জিম্বাবুয়ের সঙ্গে কোনো টেস্ট ম্যাচ না খেলতে। দ্বি-স্তরবিশিষ্ট টেস্ট ক্রিকেটের প্রস্তাব দিয়েছিল তারা।
 
তাদের প্রস্তাবিত দ্বি-স্তরবিশিষ্ট টেস্ট ক্রিকেটে ৯ ও ১০ নম্বর দলকে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে বাইরে থাকতে হতো।
 
এমনটি হলে টেস্ট খেলার যোগ্যতা হারাতো বাংলাদেশ। তবে তাদের দাবিতে ভেটো দিয়েছিল দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলংকা।
 
দ্বি-স্তর প্রস্তাব বাতিলের দাবিতে পুরো দেশ উত্তাল হয়ে উঠেছিল। আন্দোলনে নেমেছিলেন কোটি কোটি টাইগার ভক্তরা।
 
এ প্রস্তাব যদি বাস্তবায়িত হতো তাহলে বাংলাদেশ-জিম্বাবুয়ের ওপর ইন্টারকন্টিনেন্টাল কাপে খেলার খড়গ নেমে আসতো।
 
এছাড়া ২০১৪ সালেই শেষ হয়ে যেতো বাংলাদেশের টেস্ট মর্যাদা। কেননা প্রস্তাব অনুযায়ী ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ আর কোনো টেস্ট ম্যাচ খেলতে পারতো না। পরবর্তী সময়েও টেস্ট খেলতে হলে চ্যাম্পিয়ন হতে হতো ইন্টারকন্টিনেন্টাল কাপ নামক বাছাই পর্বে।
 
তবে ওই বছরেই এমন প্রস্তাবের বিপক্ষে জোরালো অবস্থান নেয় বাংলাদেশ, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা। এ চার দেশের শক্ত অবস্থানে বাধ্য হয়ে পিছু হটে ‘বিগ থ্রি’ ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
 
ওই ঘটনার পর ইংল্যান্ডকে বেশ কয়েকবার পরাজিত করেছে বাংলাদেশ। ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরেই বিদায় নিতে হয় ইংলিশদের।
 
আর এবার বাংলাদেশের কাছে টেস্টে পরাজিত হলো ইংল্যান্ড। তাও আবার মাত্র তিন দিনে এবং ১০৮ রানের বিশাল ব্যবধানে।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটাতে জয়ের একেবারে দ্বারপ্রান্তে গিয়েও হাতছাড়া করে টাইগাররা। ২২ রানে পরাজয় বরণ করে নিতে হয় বাংলাদেশকে।
 
আগামী বছর অস্ট্রেলিয়া ২টি টেস্ট খেলতে বাংলাদেশে আসার প্রতিশ্রুতি দিয়েছে। এবার অস্ট্রেলিয়াকেও জবাব দেয়ার পালা।-যুগান্তর
১ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে