মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০১৬, ০৩:২৬:০৭

বাংলাদেশ নিয়ে সাবেক ইংলিশ ক্রিকেটার বয়কটের নানা মজার মজার টুইট

বাংলাদেশ নিয়ে সাবেক ইংলিশ ক্রিকেটার বয়কটের নানা মজার মজার টুইট

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের জনক ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার জিওফ্রে বয়কটও বাংলাদেশের প্রশংসা করলেন। বাংলাদেশ নিয়ে অনেক মজার মজার টুইট করেছেন। ম্যাচের আগে, পরে ও ম্যাচ চলার সময়ে এসব টুইট করেছেন তিনি।

টেস্ট চলাকালে এক টুইটে বয়কট লেখেন, ‘একটু আগেই আমি কথা বলছিলাম। এটা তো টেস্ট নয়, ওয়ানডে ম্যাচ!’ আর ম্যাচ শেষে তার একাধিক টুইটে দেশের বাইরে বাংলাদেশের ‘ব্যর্থতার’ বিষয়টি সামনে এনেছেন। ৭৬ বছর বয়সী এ সাবেক ক্রিকেটার লেখেন, ‘বাংলাদেশের খেলায় আমি খুশি। তাদের অভিনন্দন। তবে আমি সব সময় বলে এসেছি, তারা দেশের বাইরে ভালো নয়। শুধু দেশেই ভালো খেলে।’ তার এই টুইটারের জবাবে অনেকেই সমালোচনা করেন। বাংলাদেশের এমন নৈপুণ্যকে তিনি ছোট করেছেন বলে তার টুইটের নিচেই অভিযোগ করেন তারা।

সমালোচকদের জবাব দিয়ে বয়কট ফের আরেকটি টুইট করেন, ‘আমি সমসময় বলি, তারা দেশের বাইরে ভালো খেলে না। তারা ওয়াইনের বোতলের মতো। বাইরে গিয়ে ভালো খেলতে পারে না।’ বয়কটের এই টুইটের জবাবে তার পেজেই একজন লেখেন, ‘আপনি কি বুঝতে পারছেন বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে কী বলছেন? আপনার পরিবারের কোনো সদস্য কি তাদের বিপক্ষে ভালো নৈপুণ্য দেখাতে পেরেছে?’ এরপর আরো কয়েকবার টুইট করেন তিনি। সবকটিতে প্রায় একই ধরনের কথা লেখেন। টুইটের জবাবে অনেকে সমালোচনা করেন। একজন লেখেন, ‘একটি উদীয়মান দলের এমন জয়ে তাদের প্রতি সম্মান দেখানো দরকার ছিল। আপনার কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয়।’

এরপর আরেকজন লেখেন, ‘আপনি যদি বাংলাদেশকে ওয়াইনের বোতল বলেন তাহলে ইংল্যান্ডও ওয়াইনের বোতল। উপমহাদেশের স্পিন কখনো তারা ভালোভাবে মোকাবিলা করতে পেরেছে? আর আপনি নিজে দেশের বাইরে কত ভালো খেলতেন?’ এই লোকের মন্তব্যের জবাবে বয়কট লেখেন, ‘দেশের মতো দেশের বাইরেও আমার রেকর্ড ছিল একই রকম ভালো।’ শেষ টুইটে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে তিনি লেখেন, ‘বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের প্রতি আমি মূলত বলতে চাই, তারা ভালো করছে। কিন্তু দেশের বাইরে ভালো করতে হবে।’
১ নভেম্বর ১০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে