মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০১৬, ০৩:৫০:১৯

সবার সেরা মিরাজ, পেয়েছেন ১০ এর মধ্যে সর্বোচ্চ ৯.৫

সবার সেরা মিরাজ, পেয়েছেন ১০ এর মধ্যে সর্বোচ্চ ৯.৫

স্পোর্টস ডেস্ক : মিরাজের বন্দনায় এবার সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন। বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে স্কাই স্পোর্টসের হয়ে ধারাভাষ্যের কাজে বাংলাদেশে এসেছিলেন তিনি।

সিরিজ শেষে দু’দলের প্রতিটি ক্রিকেটারের পারফরম্যান্স আলাদাভাবে বিচার করে দিয়েছেন রেটিং পয়েন্ট। যেখানে সবার ওপরে এই সিরিজে অভিষিক্ত মেহেদি হাসান মিরাজ।

চট্টগ্রামে অভিষেক টেস্টে সাত উইকেট নেওয়ার পর বাংলাদেশের তরুণ এই স্পিনার ঢাকা টেস্টে তুলে নেন ১২ উইকেট। মোট ১৯ উইকেট নিয়ে এই সিরিজে সেরা বোলার মিরাজের এমন পারফরম্যান্সে তাকে দিয়েছেন ১০ এর মধ্যে সর্বোচ্চ ৯.৫ পয়েন্ট দিয়েছেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার ও কলামিস্ট।

মিরাজের পরই দ্বিতীয় সর্বোচ্চ রেটিং সিরিজে একমাত্র সেঞ্চুরি হাঁকানো তামিম ইকবালের। পুরো সিরিজের সর্বোচ্চ ২৩১ রান করা বাঁ-হাতি এই ওপেনার রেটিং পেয়েছেন আট। ১২ উইকেটের সঙ্গে ১০৬ রান করা সাকিব আল হাসান ও অধিনায়ক মুশফিকুর রহিম পেয়েছেন সাত রেটিং পয়েন্ট।

এছাড়া বাংলাদেশের বাকি ক্রিকেটারদের মধ্যে ইমরুল কায়েস সাত, সাব্বির রহমান ছয়, তাইজুল ইসলাম ছয়, মুমিনুল হক সৌরভ ৫.৫, মাহমুদউল্লাহ রিয়াদ পাঁচ,  শুভাগত হোম তিন, কামরুল ইসলাম রাব্বি দুই ও শফিউল ইসলাম দুই রেটিং পেয়েছেন।

ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রেটিং পয়েন্ট বেন স্টোকসের। ১১ উইকেটের সঙ্গে ১২৮ রান করা ইংলিশ এই অলরাউরাউন্ডারকে নাসের হুসেইন দিয়েছেন ৮.৫ রেটিং। পাশাপাশি তাকে এই সিরিজে সেরা ইংলিশ পারফর্মারও হিসেবে বিবেচিত করেন নাসের।

এছাড়াও ইংল্যান্ডের বাকি ক্রিকেটারদের রেটিং- অ্যালিস্টার কুক পাঁচ, বেন ডাকেট ছয়, জো রুট ছয়, গ্যারি ব্যালেন্স দুই, জনি বেয়ারস্টো সাত, মঈন আলী সাত, ক্রিস ওকস সাত, আদিল রশিদ সাত, জাফর আনসারি সাত, স্টিভেন ফিন চার, স্টুয়ার্ট ব্রড ৬.৫ ও গ্যারেথ ব্যাটি ছয়।
১ নভেম্বর ১০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে