মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০১৬, ০৭:০৭:২১

এবার ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটকে খেলতে যাচ্ছেন ইমরুল কায়েস!

এবার ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটকে খেলতে যাচ্ছেন ইমরুল কায়েস!

স্পোর্টস ডেস্ক: এবার ইংলিশ কাউন্টিতে খেলার সুযোগ পেতে যাচ্ছেন জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস। সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমানের পর এবার চতুর্থ বাংলাদেশি ক্রিকেট হিসেবে কাউন্টিতে খেলবেন তিনি।

সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যে যখন খুশীর উম্মাদনা, তখনই ইমরুল কায়েসের এই সুখবর। খবরটি নাকি জানিয়েছেন খোদ সাকিব আল হাসান।

কোন এক মিটিংয়ে নাকি সাকিব বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে এই ব্যাপারে জানিয়েছেন। সাকিব আল হাসান নাকি বোর্ড সভাপতিকে বলেছিলেন, ‘ইমরুলের ব্যাপারে আমার কাছে ফোন এসেছে। ইংল্যান্ডের দলগুলো ওকে খেলার প্রস্তাব দিয়েছে।’

গত দুই বছর ধরে ব্যাট হাতে দারুন ফর্মে থাকার উপহার হিসেবে এবার কাউন্টি জার্সি গায়ে উঠতে যাচ্ছে ইমরুলের। এখনও দলের নাম জানা না গেলেও ইমরুল দেশের একটি বেসরকারি টিভির সাথে আলাপচারিতায় বলেন, ‘ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল কাউন্টিতে খেলার। আমার চেয়ে আমার বাবার বেশি ইচ্ছা ছিল। আমি যদি খেলতে পারি তাহলে আমার ক্রিকেট ক্যারিয়ারের সব থেকে বড় অর্জন হবে এটি।’

ইমরুলের আগে আরও তিন বাংলাদেশি ইংলিশদের মাঠ মাতিয়ে এসেছেন। সাকিব আল হাসান প্রথম বাংলাদেশি হিসেবে খেলেছিলেন রচেস্টারশায়ারে।

তামিম ইকবালের ঠিকানা হয়েছিল নটিংহ্যামশায়ারে। কিছুদিন আগে কাউন্টি খেলে এলেন সাড়াজাগানো পেসার মুস্তাফিজুর রহমান।তিনি খেলেছিলেন সাসেক্সের হয়ে। এবার ইমরুল কায়েসের ঠিকানা কোথায় হয় সেটাই দেখার বিষয়।
১ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে