মঙ্গলবার, ০১ নভেম্বর, ২০১৬, ১১:১৪:২৫

শুভ জন্মদিন মুস্তাফিজ ভক্ত ভিভিএস লক্ষণ

শুভ জন্মদিন মুস্তাফিজ ভক্ত ভিভিএস লক্ষণ

স্পোর্টস ডেস্ক: হায়দ্রাবাদের হয়ে খেলার সময় কাটার মাস্টার মুস্তাফিজকে খুব ভালোবাসতে কিংবাদন্তি ভিভিএস লক্ষণ। মুস্তাফিজকে ভালোবাসার সেই ভক্ত ভিভিএস লক্ষণের বার্থ ডে আজ।

লক্ষণ ভারতীয় ক্রিকেট শুধু নয়, গোটা দুনিয়ার ক্রিকেট অনুরাগীদের কাছেই হায়দরাবাদি মিডল অর্ডার ব্যাটসম্যানটির নামের সঙ্গে ওতপ্রোত জড়িয়ে লাবণ্য আর অপার মাধুর্য!‌ টেস্ট আসরে রানের নিরিখে অনেক মাঝারিয়ানার ব্যাটসম্যানও বিশ্ব ক্রিকেটের মঞ্চে তাঁকে টেক্কা দিয়ে গিয়েছেন।

কিন্তু, ভি ভি এস লক্ষ্মণের মহিমা অন্যত্র। অন্যখানে!‌ বঙ্গিপুরাপ্পু বেঙ্কট সাই লক্ষ্মণ ক্রিকেটের নন্দনকাননে চিরকালীন পূজ্য। ছিলেন, আছেন, চিরকাল থাকবেনও। আজ নভেম্বরের পয়লায় ৪২ পূর্ণ করে তেতাল্লিশে পা দিচ্ছেন ভি ভি এস। এই হায়দারাবাদিকে ঘিরে আজও ক্রিকেট মহল একইরকম আবেগমথিত। সকাল থেকেই অভিনন্দনের বন্যা।

লক্ষ্মণের সঙ্গে একদা টিম ইন্ডিয়ার সাজঘর শেয়ার করতেন যে সতীর্থরা তাঁরাও দুর্দান্ত সব টুইটবার্তা পাঠিয়েছেন। এ ব্যাপারে উল্লেখ্য, বীরেন্দ্র শেহবাগের টুইটটি। কী লিখেছেন বীরু?‌ কৌতুক ও চাতুর্যের মিশেলে অনবদ্য বীরু-বার্তা।

শচীন তেন্ডুলকার:‌ হ্যাপি বার্থ ডে!‌ লক্ষ্মণভাই। দারুণ টিমম্যান। মানুষ হিসেবেও দুর্দান্ত। যে সবসময় দলের জন্য কিছু না কিছু অবদান রাখতে সচেষ্ট ছিল।

বীরেন্দ্র শেহবাগ:‌ ‘‌শোলে ছবিতে যদি বেঙ্কট সাই জি থাকত তা হলে নির্ঘাত গব্বর ওকে বলত, ইয়ে কলাই (কবজি)‌‌ মুঝে দে দে লক্ষ্মণ!‌’‌

হরভজন সিং:‌ ‘‌আমার দেখা সেরা মানুষ। দারুণ বন্ধুও। ব্যাটসম্যান হিসেবেও লা-জবাব!‌’‌
সুরেশ রায়না:‌ শুভ জন্মদিন!‌ দুর্দান্ত মানুষ। চমৎকার মানুষ।

পার্থিব প্যাটেল:‌ এমন আরও জন্মদিন ফিরে ফিরে আসুক। ভেরি ভেরি স্পেশাল লক্ষ্মণ ভাই। এভাবেই উদ্দীপ্ত করে যাও তরুণদের। ‌‌
১ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে