বুধবার, ০২ নভেম্বর, ২০১৬, ০৪:২৬:৫৮

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল ঘোষণায় একরাশ চমক!

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল ঘোষণায় একরাশ চমক!

স্পোর্টস ডেস্ক : টেস্টে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ। তারপর একদিনের খেলাতেও জয়ের ধারা অব্যহত রেখে সিরিজ জেতা। সব মিলিয়ে এখন বেশ টগবগে ভারতীয় দল। এবার চলতি মাসের ৯ তারিখে বিরাটবাহিনী নামতে চলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াড ঘোষণা করা হল এদিন।

আর ঘোষণার পরেই চমক। ১৫ জনের দলে জায়গা পেয়েছেন গৌতম গম্ভীর। কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই ম্যাচে দলে থাকলেও তিনি সুযোগ পাননি প্রথম ম্যাচে। তবে শেষ টেস্টে সুযোগ পেয়ে দেখিয়েছিলেন তিনি কে। অর্ধশতক করে দলকে জয়ের রাস্তায় নিয়ে যেতে সাহায্য করেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তবে ভারতের দুই ওপেনার শিখর ধবন এবং কে এল রাহুল চোটজনিত সমস্যায় সুস্থ না থাকার কারণেই গম্ভীর দলে জায়গা পেয়েছেন বলে সুত্রের খবর।

এছাড়া, দলে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং মোহাম্মদ শামি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে এদের প্রত্যেকেই বিশ্রামে ছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে খেলতে দেখা যাবে ইশান্ত শর্মা-কেও। তবে অনেকেই আশ্চর্য হয়েছেন যুবরাজ সিংহ দল থেকে আবার বাদ পড়ায়। রঞ্জি ট্রফির প্রথম চার রাউন্ডেই যুবরাজ সর্বোচ্চ রান করেন দলের হয়ে।

এসবের পরেও আসল চমক অন্য জায়গায়, যা নিয়ে স্যোশাল মিডিয়া আপাতত তোলপাড়। রোহিত শর্মার বদলে দলে জায়গা পেয়েছন হার্দিক পাণ্ড্য। পরে নির্বাচকরা অবশ্য জানিয়েছেন, রোহিত শর্মার পায়ের মাসল্-এ বেশ ভালরকম চোট থাকার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পায়ের চোট সারিয়ে তার মাঠে ফিরতে আরও ৬-৮ সপ্তাহ লাগবে।

এক নজরে ভারতীয় দল : বিরাট কোহলি(অধিনায়ক), গৌতম গাম্ভীর, মুরলী বিজয়, চেতেশ্বর পূজারা, অজিঙ্কে রাহানে, হার্দিক পাণ্ড্য, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, করুন নায়ার, উমেশ যাদব, অমিত মিশ্র, জয়ন্ত যাদব। এবেলা।
০২ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে