বুধবার, ০২ নভেম্বর, ২০১৬, ০৪:৫২:৪৮

বিপিএলে রানে ফিরে ধুম ধাড়াক্কা ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে চান সৌম্য

বিপিএলে রানে ফিরে ধুম ধাড়াক্কা ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে চান সৌম্য

স্পোর্টস ডেস্ক: আসন্ন বিপিএলে ভালো খেলেই, ব্যাটিংয়ে আবারো ছন্দে ফিরতে চান টাইগার ওপেনার সৌম্য সরকার। জাতীয় দলের হয়ে অনেকদিন ধরেই জ্বলে উঠতে পারছেন না সৌম্য। তাই রানে ফিরতে বিপিএলকেই আদর্শ মঞ্চ ভাবছেন, রংপুর রাইডার্সের এই ব্যাটসম্যান। সেই সঙ্গে, তার প্রত্যাশা বিপিএলের চতুর্থ আসর হবে খুবই জমজমাট।

হ্যাঁ ২০১৫ সালে ব্যাট হাতে ছড়ি ঘোরানো ছেলেটির কণ্ঠেই এখন নিজেকে খুঁজে পাবার আপ্রাণ চেষ্টা, উইকেটে থিতু না হতে পারার অস্থিরতা। এ বছর ১৯টি আন্তর্জাতিক ম্যাচে মাত্র ১৫.০৫ গড়ে তার রান ২৮৬। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ৩ ওয়ানডেতে ৩১ আর ইংল্যান্ড একাদশের বিপক্ষে ৩ প্রস্তুতি ম্যাচে ৪৪ রান।

কিন্তু, আসন্ন বিপিএলেই আবারো স্বরূপে ফিরতে প্রতিশ্রুত এই টাইগার ব্যাটসম্যান সৌম্য সরকার বলেন, 'বিপিএলে সিরিয়াস ভাবে খেললে ভালো করা সম্ভব আবার খারাপ খেললে পিছিয়ে পড়ার সম্ভাবনাও বেশি কারন হিসেবে বলেন ঘরের মাঠে খেললে নিজের দেশের খেলোয়ার থাকে কিন্তু এখানে বাইরের খেলোয়ার বেশি থাকে, তবে বিপিএল থেকে পাওয়ার জিনিস বেশি বলে উল্লেখ করেন'

২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হলেও, সৌম্য'র উথ্থানটা মূলত বাংলাদেশ-পাকিস্তান সিরিজেই। অপরাজিত ১২৭ রানের ইনিংসে নিজের আগমনী বার্তা দিয়ে রেখেছিলেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও ৩ ওয়ানডেতে ১০২.৫ গড়ে ২০৫ রান করেছিলেন। তবে, এরপর থেকেই যেন ভিন্ন চিত্র। রানের খাতার দৈন্যদশা কাটিয়ে উঠতে পারছেন না সৌম্য।

রান পাননি ২০১৫'র বিপিএলেও। রংপুর রাইডার্সের হয়ে সেবার ১২ ম্যাচে করেন ১৭৭ রান। গড় মাত্র ১৬.০৯। সর্বোচ্চ ৫৮। তার দল রংপুর রাইডার্স আগের বার শিরোপা জিততে না পারলেও, এবারের ব্যক্তিগত ও দলীয় পারফরম্যান্স নিয়ে আশায় বুক বাধছেন সৌম্য।

সৌম্য বলেন, 'পাকিস্তানের দুইজন খেলোয়ার ছিলো তারা টেষ্টে চান্স পাওয়ায় খেলতে পারছেনা তারা থাকলে ভালো হতো, তবে এখন যারা আছে তারা সবাই যদি তাদের বেষ্ট-টা দিয়ে খেলে অবশ্যই ভালো করা সম্ভব'

টি টোয়েন্টিতেই যেন বেশি নড়বড়ে সৌম্য। ক্যারিয়ারে জাতীয় দলের জার্সি গায়ে ১৯ ম্যাচে ২৯৯ রান এসেছে তার ব্যাট থেকে। গড় ১৫.৭৩। তাই বিপিএলে রানে ফেরার পাশাপাশি ধুম ধাড়াক্কা ক্রিকেটে নিজেকে প্রমাণের আদর্শ মঞ্চই পাচ্ছেন সৌম্য।
২ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে