বুধবার, ০২ নভেম্বর, ২০১৬, ০৫:০৩:৪৭

নাফিসা কামালের আত্মবিশ্বাস এবারো বিপিএলের শিরোপা জিতবে কুমিল্লা

নাফিসা কামালের আত্মবিশ্বাস এবারো বিপিএলের শিরোপা জিতবে কুমিল্লা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ঘরোয়া টি টোয়েন্টি লিগ বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সভাপতি নাফিসা কামাল আত্মবিশ্বাস করনে তার দল এবারও শিরোপা জিততে পারবে।

তিনি আরো জানান প্রায় আগের মৌসুমের দল এবারও থাকায় দলের মধ্যে বোঝাপড়া খুব ভালো রয়েছে। আর দলের কোচ মিজানুর রহমান বাবুল জানিয়েছেন গেল বার চ্যাম্পিয়ন হওয়াতে এবার বাড়তি চাপ থাকলেও দলের ক্রিকেটারদের ওপর আস্থা আছে কোচের।

ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটের ডামাডোল আপাতত শেষ। এবারে নতুন ফরম্যাট, নতুন আসর- বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আর গেল মৌসুমের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইতোমধ্যেই শানিয়ে নিচ্ছে নিজেদের অস্ত্রগুলো।

মাশরাফি যথারীতি মধ্যমণি অনুশীলনে। দেশী-বিদেশী ক্রিকেটারদের নিয়ে হাস্যোজ্জ্বল প্রস্তুতি যেন চ্যাম্পিয়ন দলের প্রতিবিম্বই ফুটিয়ে তুলছে। দলের ভেতর পরিবারসুলভ বন্ধনে বেশ সন্তুষ্ট সভাপতি নাফিসা কামাল।

'মারলোন স্যামুয়েলস আসবে। এরা আমার পুরনো প্লেয়ার। লিটন, ইমরুল ভাই (ইমরুল কায়েস), মাশরাফি আছে। ম্যানেজমেন্টের মধ্যেও পুরনো আছে। ফলে আমাদের মধ্যে নতুনত্বটা নাই। সবাই আগের ফ্যামিলি হিসেবেই কাজ করছে এখানে।' বলছিলেন নাফিসা কামাল।

আহমদ শেহজাদরা তো ইতোমধ্যেই যোগ দিয়েছেন ভিক্টোরিয়ান্স শিবিরে। এছাড়া আরো আছেন মারলন স্যামুয়েলস, ইমাদ ওয়াসিম, সুনীল নারিন, রবম্যান পাওয়েলদের মত বিদেশী ভারী নাম। আছেন গেলো আসরের সেরা আসহার জাইদি। নতুন যুক্ত হয়েছে আফগান লেগ স্পিনার রশিদ খান। তাদের নিয়ে বেশ সন্তুষ্ট নাফিসা কামাল। মনে শিরোপা ধরে রাখার ইচ্ছা পুষে রাখলেও প্রাথমিক লক্ষ্যটা নির্ধারণ করলেন সেরা চারে উত্তীর্ণ হওয়া।

'অবশ্যই আমরা আশা করি যে, ট্রফি ধরে রাখতে পারবো। কিন্তু এর আগে ফাইটটা গুরুত্বপূর্ণ সেমিফাইনালে যাওয়াটা। আমি ব্যক্তিগতভাবে শতভাগ আত্মবিশ্বাসী যে আমরা ট্রফি ধরে রাখতে পারবো।' এমনই আত্মবিশ্বাস ঝরছিলো ভিক্টোরিয়ান্স কর্ণধারের কণ্ঠে।
 
ভিক্টোরিয়ান্সের এবারের কোচ মিজানুর রহমান। গেল মৌসুমে চ্যাম্পিয়ন হওয়াতে তার ওপর চাপটা থাকবে একটু বেশি এটা স্বীকার করেই চ্যালেঞ্জটা গ্রহণ করলেন এই কোচ। শুধু কুমিল্লাবাসী নয়, প্রত্যেক ম্যাশ সমর্থকরাই চেয়ে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কেমন করে সেটা দেখার আশায়। মাশরাফির দল বলে কথা!
২ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে