বুধবার, ০২ নভেম্বর, ২০১৬, ০৯:৪৩:০৩

এবারের বিপিএলে দেশি-বিদেশি যে ক্রিকেটার শক্তি নিয়ে মাঠে নামবে রংপুর রাইডার্স

এবারের বিপিএলে দেশি-বিদেশি যে ক্রিকেটার শক্তি নিয়ে মাঠে নামবে রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক: বাকি দলগুলো বিদেশী খেলোয়াড় ভেড়াতে ব্যস্ত থাকলেও দেশি ক্রিকেটার দিয়ে দল গড়েছে রংপুর রাইডার্স। সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আরাফাত সানি, রুবেল হোসেন, সোহাগ গাজী, জিয়াউর রহমান, নাঈম ইসলাম, ইলিয়াস সানি, পিনাক ঘোষ, মুক্তার আলী, রবিউল ইসলামসহ একঝাঁক দেশি খেলোয়াড় রয়েছে দলটিতে।

সম্প্রতি শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লীগে দুর্দান্ত খেলেছে সবাই। বিদেশী তারকা নেবার ক্ষেত্রেও পিছিয়ে নেই উত্তরাঞ্চলের দলটি। শহীদ আফ্রিদি, নাসির জামশেদ, সাচিত্র সেনানাোয়েকে, মোহাম্মদ শেহজাদ, দাসুন শানাকা, শেরজিল খান, বাবর আজমের মতো খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে রংপুর।

তবে নিউজিল্যান্ড সফরে দলে থাকায় শেরজিল ও বাবর আজমকে পাচ্ছে না দলটি। শোনা গেছে আফ্রিদিকে দিয়ে ব্যাটিং উদ্বোধন করার চিন্তাভাবনা করছে রংপুর। দলীয় সূত্রে জানা যায়, নাসির জমশেদ ও আফ্রিদিকে দিয়ে ব্যাটিংয়ের শুরুটা করাতে চায় তারা।

ফর্মে না থাকায় সৌম্য নেমে যেতে পারেন তিনে। ইংলিশ অলরাউন্ডার লিয়াম ডসনকে শুরু থেকেই সেরা একাদশে দেখা যেতে পারে। আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদও থাকতে পারেন প্রথম ম্যাচ থেকেই।

তবে স্পিনাররা এগিয়ে রাখছেন রংপুরকে। শুরু থেকেই আফ্রিদির সাথে ঢাকার পিচে বল ঘোরাতে দেখা যেতে পারে আরাফাত সানি, ইলিয়াস সানি ও সোহাগ গাজীকে। পেস বোলিংয়ে রুবেলের সাথে জিয়াউর রহমান, মুক্তার আলী ও রবিউল ইসলামকে দেখা যেতে পারে।

মিডল অর্ডারে মিঠুন,  নাঈম ইসলাম, পিনাক ঘোষ, শেহজাদদের যথেষ্ঠই নির্ভরযোগ্য মনে হচ্ছে।

রংপুর রাইডার্স: সৌম্য সরকার (আইকন), মোহাম্মদ মিঠুন ও আরাফাত সানি, রুবেল হোসেন, সোহাগ গাজী, জিয়াউর রহমান, নাঈম ইসলাম, ইলিয়াস সানি, পিনাক ঘোষ, মুক্তার আলী, মেহরাব হোসেন জোসি, শাহবাজ চৌহান, শহীদ আফ্রিদ, গিড্রন পোপ, রিচার্ড গ্লিসন, নাসির জামশেদ, সচিত্র সেনানায়েকে, গিহান রুপাসিঙ্গে, শারজিল খান, বাবর আজম, মোহাম্মদ শেহজাদ, দাসুন শানাকা।
২ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে