বুধবার, ০২ নভেম্বর, ২০১৬, ১১:৫০:৫৪

জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ৩৯ রান

জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ৩৯ রান

স্পোর্টস ডেস্ক: আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দল ভাগ্য খারাপ না হলে শারজাহ টেস্ট হাতছাড়া হওয়ার কথা নয় ওয়েস্ট ইন্ডিজের। জয়ের জন্য শেষ দিনে ক্যারিবিয়ানদের চাই যে মাত্র ৩৯ রান। আর পাকিস্তানের দরকার ৫ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ দিন শেষ করেছে ৫ উইকেটে ১১৪ রানে। জেতার জন্য তাদের লক্ষ্য ১৫৩ রান।

আবার দাঁড়িয়ে গেছেন ক্রেইগ ব্রাথওয়েট। প্রথম ইনিংসে এই ওপেনারকে আউটই করতে পারেনি পাকিস্তান। দ্বিতীয় ইনিংসেও প্রতিরোধ গড়ে তুলেছেন তিনি। দিন শেষ করেছেন ব্রাথওয়েট ৪৪ রানে অপরাজিত থেকে। যোগ্য সঙ্গ দিচ্ছেন তাকে শেন ডরউইচ (৩৬*)।

তাদের হার না মানা ৪৭ রানের জুটির আগে অবশ্য ধস নামিয়েছিলেন পাকিস্তানি বোলাররা। দ্বিতীয় ইনিংসে মিসবাহ-উল-হকরা ২০৮ রানে গুটিয়ে গেলে মাত্র ১৫৩ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজের দিকে। অল্প সেই পুঁজিকে কঠিন করে তুলেছিলেন ইয়াসির শাহ ও ওয়াহাব রিয়াজ। তাদের তোপের মুখেই তো ৬৭ রান তুলতে ক্যারিবিয়ানরা হারিয়েছিল ৫ উইকেট। এর পরই শুরু ব্রাথওয়েট-ডরউইচের প্রতিরোধ।
২ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে