বৃহস্পতিবার, ০৩ নভেম্বর, ২০১৬, ০৯:১৫:১৮

১৫০ কিলোমিটার গতির বল খেলা খুবই ভয়ঙ্কর!

১৫০ কিলোমিটার গতির বল খেলা খুবই ভয়ঙ্কর!

স্পোর্টস ডেস্ক : ১৫০ কিলোমিটার গতির বল খেলা খুবই ভয়ঙ্কর!তিন বছরের আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে খেলতে অনেক বাঘা বাঘা বোলারদের খেলার অভিজ্ঞতা হয়ে গেছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান কলিন মুনরোর।

তার মতে ঘন্টায় ১৪০-১৫০ কিলোমিটার বেগে ছুটে আসতে দেখা যথেষ্ট ভয়ানক ব্যাপার। তবে আলোচনায় আসে শোয়েব আকতারের গতি। তার বল যারা মোকাবেলা করেছে তাদের কি হয়েছে?

মুনরোর প্রশ্ন ডেলিভারি যদি চোখেই না দেখা যায় বল? নিউজিল্যান্ড এবারই প্রথম 'ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপে' অংশগ্রহণ করবে। অনুশীলনে তাদের অনুপ্রেরণা যোগাতে হাজির হয়েছিলেন মুনরো। তিনি খেলোয়াড়দের চশমা পড়ে খেলারও সুযোগ পেয়েছেন, যাকে তিনি বলেছেন - ‘ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে আসা ডেলিভারি খেলার চেয়েও ভয়ঙ্কর’।

দলটিকে অনুপ্রেরণা যোগাতে গিয়ে মুনরো বলেন, ‘ভারতে বিশ্বকাপ তাঁদের জন্য দুর্দান্ত এক অভিজ্ঞতা হতে যাচ্ছে। আমি আশা করছি, তাঁদের এমন আরো অনেক অভিজ্ঞতাই হবে ভবিষ্যতে। আমি খুবই প্রতিভাবান কিছু খেলোয়াড় দেখেছি এখানে, যারা নিজেদের সীমাবদ্ধতা অতিক্রম করেও আকাশছোঁয়া সামর্থ্য দেখিয়েছে। হয়তো এরাই নিউজিল্যান্ড ক্রিকেটকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে!’
৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে