বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০১৫, ০৭:৪৯:৪৫

‘অস্ট্রেলিয়া আসবে’!

‘অস্ট্রেলিয়া আসবে’!

স্পোর্টস ডেস্ক: কথিত জঙ্গি হামলার অজুহাতে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে এক অক্টোবর অস্ট্রেলিয়া ক্রিকেট দল তাদের পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর বাতিল করে। যদিও বাংলাদেশ বরাবরই বলে আসছে এমন হামলার কোনো সম্ভাবনা বাংলাদেশে নেই। এছাড়া বাংলাদেশে এ ধরনের হামলার কোনো রেকর্ডও নেই।তবে বাংলাদেশে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের সঙ্গে এখনো আলোচনা চালিয়ে যাচ্ছেন। অচিরেই অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফর করবে বলেও দাবি করেছেন তিনি।

এদিকে অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের পর নিরাপত্তা ইস্যুতে একই পথে হাঁটে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট টিমও। এ দলও তাদের বাংলাদেশ সফর স্থগিত রেখেছে। দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট টিমকেও বাংলাদেশ সফরে আনার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন পাপন।

পাপন বলেন, বাতিল হওয়া বাংলাদেশ ও অষ্ট্রেলিয়া সিরিজ এবং দক্ষিণ আফ্রিকা মহিলা দলকে বাংলাদেশে আনার জন্য বিসিবি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্রিকেটর ভবিষ্যৎ সুন্দর করার জন্যই আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে। অচিরেই তারা বাংলাদেশে আসবে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ক্লাবের ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিশু আনন্দমেলা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতি ক্রিকেট ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।  

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জাতীয় প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, সাংবাদিক নেতা মোল্লা জালাল প্রমুখ।
৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে