স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা বোলার তাসকিন আহমেদ অনেক দিন থেকেই ইনজুরি সমস্যায় ভুগছেন। মাঝে সুস্থ হলেও দ্রুতই আবার ইনজুরিতে পড়ছেন। ২০ বছর বয়সের এই দুর্দান্ত বোলার তার ক্রিকেট ক্যারিয়ারে পেস দিয়ে অনেক সময় অনেক ব্যাটসম্যানকে কুপোকাত করেছে। যা থেকে বাদ পড়েননি জাতীয় দলের সতীর্থ তামিম ইকবাল, মুশফিকুর রহিমরাও।
গত বিশ্বকাপেই অস্ট্রেলিয়ায় নেট প্রাকটিসের সময় তাসকিনের বলে হাতের আঙ্গুলে আঘাত পান মুশফিক, এছাড়া ২০১৪ সালে মিরপুরে অনুশীলনের সময় দুর্দান্ত ইয়র্কারে তামিমের ডান পায়ের পাতায় চোট লাগিয়েছিলেন তাসকিন। আর সর্বশেষ ‘এ’ দলের ভারত সফরে গিয়ে প্রথম ওয়ানডেতে মাত্র ৫ ওভার বোলিং করে নিজেই পড়েছেন ইনজুরিতে(সাইড স্ট্রেইন)।
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে নিজের এই ইনজুরিতে পড়া ও ব্যাটসম্যানকে ইনজুরিতে ফেলার শুরুর কিছু গল্প বলেছেন তাসকিন, ‘প্রথম শ্রেণীর ক্রিকেটে আমার অভিষেক মৌসুমে(২০১১) আমি ঢাকা মেট্রোর হয়ে টানা ৬টি ম্যাচ খেলেছিলাম আর ১৭ জন ব্যাটসম্যানকে ইনজুরিতে ফেলেছিলাম! কেউ কাঁধে, কেউ মাথায়, কেউবা বুকে আঘাত পেয়েছিল আর কারো কারো আঙ্গুল ভেঙ্গে গিয়েছিল।’ তবে ওই সতের ব্যাটসম্যানের অভিশাপের ফলেই কি তাসকিন ইনজুরির সমস্যা থেকে বের হতে পারছে না?
তবে দুর্দান্ত গতি দিয়ে ব্যাটসম্যনদের জন্য বিপদ ডেকে আনা সেই মৌসুম পরবর্তীতে কাল হয়ে দাঁড়ায় তার নিজের জন্যেও। অতিরিক্ত বোলিং এর চাপ নিতে পারেনি তাসকিনের অপরিণত শরীর। ফলশ্রুতুতিতে নিজেও পড়েন ইনজুরিতে, ‘সেই মৌসুমে আমি ইনিংস প্রতি ২৫ থেকে ৩০ ওভার করে বোলিং করতাম। এরপরই ২০১২ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ঠিক আগে আমি প্রথমবারের মতো বড় ধরনের ইনজুরিতে(হাঁটু) পড়ি। আমি অনুর্ধ-১৯ এশিয়া কাপটা মিস করেছিলাম আর আমাকে তিন মাসের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছিল।’
সেই তাসকিন এখন আছেন সাইড স্ট্রেইনের ইনজুরি কাটিয়ে ফিরে আসার সংগ্রামে। পুনর্বাসন প্রক্রিয়া শেষে তিনি দ্রুত ফিরে আসবেন খেলার মাঠে, এমনটাই প্রত্যাশা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।
সূত্রঃ ক্রিকবাজ
৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ