স্পোর্টস ডেস্ক: কথিত নিরাপত্তাহীনতার অযুহাতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পর দক্ষিণ আফ্রিকার মেয়েরাও বাংলাদেশ সফরে আসেনি। এ নিয়ে আইসিসির সভায় কথা বলবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। কিন্তু বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ চাম্পিকা গামাগে বলছেন এই মাসের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল আসতে পারে। তিনি নাকি এমনই শুনেছেন।
বৃহস্পতিবার গণমাধ্যমকে লঙ্কান এই কোচ বলেন, ‘বোর্ড চেষ্টা করে যাচ্ছে শুনলাম। এই মাসের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা আসতে পারে। না এলে বিশ্বকাপ কোয়ালিফাইয়ের আগে আমাদের কোনো ম্যাচ থাকবে না। বোর্ডকে অনুরোধ করব ম্যাচের আয়োজন করতে। সেটাও না হলে একটু আগে থাইল্যান্ড যেতে হবে।’
এক বছরের চুক্তিতে বাংলাদেশে আসা গামাগের মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়েছে। এটা হওয়ায় আগের লক্ষ্য বাস্তবায়ন করতে পারবেন বলে তার বিশ্বাস।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট খেলা সাবেক এই পেসার বলছেন, ‘আগের দায়িত্ব নিয়ে বলেছিলাম আমার টার্গেট আইসিসি র্যাংকিংয়ে দলকে ওপরে আনা। এখন মেয়াদ বেড়েছে আমার, লক্ষ্য ওটাই। আর নিকট ভবিষ্যতের লক্ষ্য দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করানো।’
৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ