শুক্রবার, ০৪ নভেম্বর, ২০১৬, ১০:০৮:৫৬

৩ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে রোহিতকে

৩ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে রোহিতকে

স্পোর্টস ডেস্ক: উরুর চোটে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে প্রথম দু’টি টেস্ট থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা৷ কিন্তু অস্ত্রোপচার হলে সম্ভবত তিন মাঠের বাইরে থাকতে হতে পারে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যানকে৷

শুক্রবার থেকে রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ শুরু করছে বিরাটবাহিনী৷ তার আগে আশঙ্কার কথা শোনা গেল রোহিতের গলায়৷ মুম্বইয়ের এই ডানহাতি ব্যাটসম্যান বলেন,‘ জানি না, কত দিন মাঠের বাইরে থাকতে হবে৷ বোর্ডের মেডিক্যাল টিমের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি৷ ওনাদের পরামর্শ মত চলব৷ জানি না অস্ত্রোপচার করতে হবে কি না! বিষয়টা আমার কাছে এখনও পরিষ্কার নয়৷ যদি অস্ত্রোপচার হয়, তাহলে অন্তত তিন-সাড়ে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে৷’ ভাইজ্যাগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ওয়ান ডে-তে ডান পায়ের উরুতে চোট পান রোহিত৷-কলকাতা২৪
৪ নভেম্বর, ২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে