শুক্রবার, ০৪ নভেম্বর, ২০১৬, ১০:১৭:০৬

যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ চান ড্যারেন

যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ চান ড্যারেন

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটের বড় বাজার হিসেবে যখন যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টায় আইসিসি, তখন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান নতুন পরামর্শ দিলেন। যুক্তরাষ্ট্রের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক চান তিনি। ভারত থেকে প্রকাশিত দ্য এশিয়ান এজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত আগস্টে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করে মার্কিন যুক্তরাষ্ট্রে। আমেরিকানদের মাটিতে এ বছরের জুলাইয়ে ক্যারিবীয় প্রিমিয়ার লিগের ৬টি ম্যাচও হয়েছে।

এ ধারাবাহিকতায় আইসিসিকে সেখানে বিশ্বকাপ আয়োজনের আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার কোচ বলেন, ‘যুক্তরাষ্ট্রকে একটা ভালো মঞ্চ বানাতে পারে টি-টোয়েন্টি ক্রিকেট। একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের লক্ষ্য গড়তে পারে দেশটি। আমার মতে এটা দারুণ হবে।’

যুক্তরাষ্ট্রে ক্রিকেটের সফলতা নিয়ে উদ্বেগ থাকলেও ড্যারেন উদাহরণ দিলেন ফুটবল বিশ্বকাপের। দুই দশক আগে সেখানে ফুটবল বিশ্বকাপ আয়োজনের ফলে দেশটিতে ফুটবলের বিকাশের উদাহরণ দিলেন অজি কোচ, ‘১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, কতটা ভালো হয়েছিল এখন দেখুন। মেজর সকার লিগের অগ্রগতি চোখে পড়ার মতো।’

অনেক আগে থেকে ক্রিকেটের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেটের কর্মকর্তারা ক্রিকেটকে আরো জনপ্রিয় করে তুলতে বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসার চালিয়ে যাচ্ছেন। এ অবস্থা যুক্তরাষ্ট্রে নতুন করে ক্রিকেটের বড় বাজার ধরতে পারলে সেটা ক্রিকেটের জনপ্রিয়তা অন্যমাত্রা নেবে বলে ধারণা করছেন অনেকে।

০৪ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে