স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের অন্যতম হার্ডহিটার ব্যাটসম্যান যুবরাজ সিং ইনজুরির কারণে অনেক দিন থেকেই রয়েছেন দলের বাইরে। তবে ইনজুরির সমস্যা কাটিয়ে তিনি এখন রঞ্জি ট্রফিতে ব্যস্ত সময় পার করছেন। সেই সাথে জাতীয় দলের হয়ে আগামী ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত হচ্ছেন।
সেখানেই জাতীয় দলে ফেরা প্রসঙ্গে কথা বলেন তিনি, ‘আমি খেলাটা এখনো উপভোগ করছি। ছোটবেলা থেকে এটাই আমার প্যাশন। যতদিন এমনটা হবে ততদিন আমি খেলে যাবো। ফের জাতীয় দলে খেলার সুযোগ পেলে সেরাটা দিতে তৈরি আমি।’
তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ইচ্ছা থাকলেও, দলে সুযোগ পাওয়া নিয়েই ভাবছেন তিনি। বললেন, ‘বিশ্বকাপ খেলাটা অবশ্যই সম্মানের। কিন্তু এখন বিশ্বকাপ নয় বরং জাতীয় দলে এবং নিজের খেলাটা নিয়েই ভাবছি আমি।’
৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ