বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০১৫, ০৯:২০:১৩

হরভজন কি সত্যিই অবসর নিচ্ছেন?

হরভজন কি সত্যিই অবসর নিচ্ছেন?

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল অফব্রেক বোলার হরভজন সিং অনেক দিন থেকেই বাজে পারফর্মেন্সের কারণে দলের বাইরে ছিলেন। তবে বাংলাদেশ সফরের সময় হঠাৎ তার ভাগ্য খুলে যায়, তারপর আবারো জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়ে যান তিনি। তবে তার বর্তমান পারফর্মেন্স খুবই হতাশাজনক। তার অবসর নেয়ার বিষয়ে তাই গুঞ্জন উঠেছে। তবে তার ইচ্ছা রয়েছে, ইডেনে টেস্ট খেলে তারপর অবসরে যাবেন তিনি।

চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলেছেন একটি টি-টোয়েন্টি ম্যাচ। সেখানে তার পারফরম্যান্স তেমন চোখে লাগার মতো কিছুই না। পুরনো সমালোচনা এরপর থেকে আরো বেড়ে গেছে।আশা হারাচ্ছেন না ভাজ্জি।

জানিয়েছেন , আজ (বৃহস্পতিবার) কিছু একটা করে দেখাতে চান প্রোটিয়াদের বিপক্ষে। অবসর প্রসঙ্গে বললেন, ‘আমি এখনো ভালো খেলার ক্ষমতা রাখি। আপাতত অবসর নেওয়ার ইচ্ছা নেই। আর অবসর টেস্ট দিয়েই নেবো, এই ইডেনের মাঠেই।'

এর আগে দীর্ঘদিন পরে জাতীয় দলে ফেরেন এই ঘুর্ণি বোলার। কিন্তু ফেরার পর থেকেই ভালো কিছু করে দেখাতে পারেননি তিনি। অনেক ক্রিকেট বোদ্ধা ও সাবেকদের মতে, সময় শেষ হয়ে এসেছে তার। অবসর নেওয়াটাই এখন সবচেয়ে ভালো সিদ্ধান্ত।
সূত্র: দ্য টার্বুরেটর
৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে