স্পোর্টস ডেস্ক: ফিফার সভাপতি সেপ ব্লাটারকে ৯০দিনের জন্য বহিষ্কার করায় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ফিফার দায়িত্ব নিচ্ছেন আফ্রিকার ফুটবল কনফেডারেশনের (সিএএফ) প্রধান ইসা হায়াতু। বৃহস্পতিবার দুর্নীতির কারণে সেপ ব্লাটারকে সাময়িক বরখাস্ত করায় এ পদে সাময়িক দায়িত্ব পালন করবেন হায়াতু।
একই কারণে মিশেল প্লাতিনিকেও বরখাস্ত করায় উয়েফা সভাপতির ভারপ্রাপ্ত সভাপতি হচ্ছেন স্পেনের অ্যাঙ্গেল মারিয়া ভিলার।
সুইজারল্যান্ডের একটি ফৌজদারি দুর্নীতির মামলায় জড়িয়ে পড়ায় বৃহস্পতিবার সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনিকে ৯০ দিনের জন্য সাময়িক বরখাস্ত করে ফিফার এথিক্স কমিটি। এ সময় ফুটবল সংক্রান্ত সব ধরনের কার্যক্রম থেকে তারা নিষিদ্ধ থাকবেন।
৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ