স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আমেরিকার দলগুলোর জন্য আজ রাত থেকেই শুরু হচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বের খেলা। তবে বাছাই পর্বের শুরুতেই দলের বাইরে থাকছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। তার জায়গা পূরণের মতো দলে বর্তমানে তেমন কেউই নেই বলে দাবী করেছেন মিড ফিল্ডার দগলাস কস্তা।
নিষেধাজ্ঞার জন্য চিলি ও ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপের বাছাই পর্বের দুই ম্যাচে খেলা হবে না নেইমারের। বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে পাঁচটায় কোপা আমেরিকার চ্যাম্পিয়ন চিলির মুখোমুখি হবে ব্রাজিল।
বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার কস্তা মনে করেন, তিনি একা নেইমারের শূন্যতা পূরণ করতে পারবেন না। তার বদলে সেরা খেলোয়াড়ের অভাব পূরণে সবার সম্মিলিত প্রচেষ্টা চান কস্তা।
কস্তা বলেছেন, "আমি নতুন নেইমার নই, আমি তার অভাবও পূরণ করতে পারবো না। আমি আমার কাজটুকু করবো এবং কোচের নির্দেশ যতটা ভালোভাবে সম্ভব পালন করবো।"
কস্তা মনে করেন, বার্সেলোনা ফরোয়ার্ড নেইমারের অনুপস্থিতি দলের জন্য বড় একটা ধাক্কা। তিনি মনে করেন, একক কারোর ওপর নির্ভর না করে পুরো দলকেই এগিয়ে আসতে হবে।
৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ