সোমবার, ০৭ নভেম্বর, ২০১৬, ০৯:২৩:১১

রোনাল্ডোকে হারিয়ে সেরা খেতাব জিতছেন মেসি!

রোনাল্ডোকে হারিয়ে সেরা খেতাব জিতছেন মেসি!

পোর্টস ডেস্ক : জিনেদিন জিদান থেকে পেলে, রবার্তো কার্লোস থেকে স্যার আলেক্স ফার্গুসন—প্রত্যেকেই মেনে নিচ্ছেন, গত বছরের পারফরম্যান্সের বিচারে রোনাল্ডোই যোগ্য।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলে আগামী বছর ছ’বারের জন্য ব্যালন ডি’ওর খেতাব জিততে চলেছেন লিওনেল মেসি?

রবিবার স্পেনের একটি পত্রিকা তেমনই দাবি করেছে। তাদের দাবি, ফরাসি ফুটবল সংস্থার তরফে নতুনভাবে তুলে দেওয়া ব্যালন ডি’ওর ট্রফি উঠতে চলেছে বার্সেলোনা মহাতারকার হাতেই।

তবে গত মরসুমে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ এবং পর্তুগালের হয়ে ইউরো কাপজয়ী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও নিরাশ করা হবে না। আগামী বছর জুরিখে ফিফা পাল্টা যে বর্ষসেরা ফুটবলারের সম্মান চালু করতে চলেছে, সেই ট্রফি পেতে চলেছেন তিনি।

ইতিমধ্যে রোনাল্ডোর ব্যালন ডি’ওর পাওয়া নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে ফুটবলবিশ্বে। জিনেদিন জিদান থেকে পেলে, রবার্তো কার্লোস থেকে স্যার আলেক্স ফার্গুসন—প্রত্যেকেই মেনে নিচ্ছেন, গত বছরের পারফরম্যান্সের বিচারে রোনাল্ডোই যোগ্য। সেখানে দেশ এবং ক্লাবের হয়ে সাফল্যে পিছিয়ে থাকার পরেও কীভাবে মেসি সেই সম্মান পেতে পারেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ওই পত্রিকার দাবি, গত মরসুম ভাল না গেলেও মেসিকেই বছরের সেরা ফুটবলার হিসাবে বেছে নিয়েছে ফরাসি ফুটবল সংস্থা। -এবেলা।
০৭ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে