শুক্রবার, ০৯ অক্টোবর, ২০১৫, ০৫:২২:৩৫

ম‍্যাচ পরিত‍্যক্তের পর যা বললেন ধোনি, শাস্ত্রী ও ডু’প্লেসি

ম‍্যাচ পরিত‍্যক্তের পর যা বললেন ধোনি, শাস্ত্রী ও ডু’প্লেসি

অগ্নি পান্ডে: একরাশ অভিমান নিয়ে ইডেন কিউরেটর প্রবীর মুখার্জি যেদিন ‘শেষবারের’ মতো ইডেন ছেড়ে চলে গেলেন, তার কিছুক্ষণের মধ্যেই ভারতীয় অধিনায়ক এবং ডিরেক্টর দু’জনেই দরাজ শংসাপত্র দিয়ে গেলেন প্রবীর মুখার্জিকেই।

ভারত অধিনায়ক ধোনি ম‍্যাচ পরিত‍্যক্ত ইডেনে দাঁড়িয়ে বলেই দিলেন, ‘কিছু করার থাকে না এসব ক্ষেত্রে। একেক সময় অল্প সময়ের জন‍্য বৃষ্টি হলেও তার পরিমাণ এত বেশি হয় যে, মাঠ পুরো ভিজে যায়। ইডেনেও তাই হয়েছে। বৃষ্টির সময় আসল লক্ষ‍্য থাকে পিচ বঁাচানো। সেটাই করেছেন কিউরেটর। আসলে এই পরিস্থিতিতে রোদের দরকার পড়ে। রাতের ম‍্যাচে সেটা সম্ভব ছিল না। কিছু করার নেই।’

ভারতীয় দলের ডিরেক্টর রবি শাস্ত্রী বলছেন, ‘ম‍্যাচ শুরু করা কঠিন ছিল। তবে প্রবীরদাকে কৃতিত্ব দেব উনি আপ্রাণ চেষ্টা করেছিলেন। আসলে হতাশ হওয়ার কারণও রয়েছে। ইডেনে খেলতে চায় সব ক্রিকেটার। এত দর্শকের মাঝে। কিন্তু কী আর করা যাবে। এখন বর্ষা পুরো কাটেনি। এই পরিস্থিতিতে ম‍্যাচটি যদি দিনে হত তাহলে রোদ উঠলে হয়ত ম‍্যাচটি করা যেত। এখানে রাতে যা করা গেল না।’

সিরিজ হেরে গেল ধোনির ভারত। কী বলছেন শাস্ত্রী? জবাব হল, ‘আমরা হেরে গেলাম কটক ম‍্যাচটায়। ওটাই সিরিজের টার্নিং পয়েন্ট। ধরমশালায় আমরা ক্লোজ ম‍্যাচ খেলেছিলাম। আসলে কোনও অজুহাত দিচ্ছি না। আমি দায়িত্ব নেওয়ার পর আমরা এর আগে মাত্র একটি কুড়ি–বিশের ম‍্যাচ খেলেছি। আমরা এই ফর্ম‍্যাটে বেশি খেলিনি। বরং একদিনের আন্তর্জাতিক কিংবা টেস্ট বেশি খেলেছি। তাই ওই ফর্ম‍্যাটগুলোয় আমাদের স্বাচ্ছন্দ‍্য বেশি। তবে কুড়ি–বিশের বিশ্বকাপের আগে আমরা অনেকগুলো টি–২০ ম‍্যাচ খেলব। ততদিনে আমাদের সঠিক কম্বিনেশন ঠিক হয়ে যাবে।’ শাস্ত্রী জানিয়ে দিলেন, ‘কুড়ি–বিশের ফর্ম‍্যাটে ছ’নম্বর হল ধোনির সেরা জায়গা। কারণ, গোটা বিশ্ব জানে ওর মতো ম‍্যাচ জেতানো ক্রিকেটার নেই।’

সিরিজ জিতে পাগল হয়ে গেছে ডু’প্লেসিস বাহিনী। অদ্ভুত একটা দৃশ‍্য দেখলাম ম‍্যাচ বাতিল হওয়ার অনেকক্ষণ পরে। গভীর রাতে ফাঁকা ইডেনে গোটা দক্ষিণ আফ্রিকা দল কভারে ঢাকা পিচের ওপর জড়ো হল, শপথ নিল। দু’দিন পরেই একদিনের আন্তর্জাতিক সিরিজ শুরু হবে। জিততে হবে সেখানেও। ডু’প্লেসিস বলছেন, ‘ভারতকে ভারতের মাটিতে হারানো কঠিন কাজ। সেটা করতে পেরে ভাল লাগছে। এই জয় আমাদের সিরিজের আগামী দিনে আরও ভাল খেলতে সাহায‍্য করবে।’

৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে