সোমবার, ০৭ নভেম্বর, ২০১৬, ০২:৩২:৩৫

এটাই কি ক্রিকেট ইতিহাসে সর্বসেরা রান আউট

এটাই কি ক্রিকেট ইতিহাসে সর্বসেরা রান আউট

স্পোর্টস ডেস্ক: জন্টি রোডসের বাজপাখির মতো শরীর ভাসিয়ে ইনজামাম-উল-হককে রান আউট করার সেই বিখ্যাত দৃশ্যকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন তেম্বা বাভুমা। পার্‌থে তিনি অবিশ্বাস্য ক্ষিপ্রতায় রান আউট করলেন ডেভিড ওয়ার্নারকে। এটাই বিশ্বক্রিকেটের সর্বকালের সেরা রান আউট কি না, সেই প্রশ্ন তুলে দিলেন শেন ওয়ার্ন-মাইকেল ভনের মতো প্রাক্তন ক্রিকেটারেরা।

পার্‌থে রবিবার রান তাড়া করতে নেমে আক্রমণাত্মক ব্যাটিং-ই করছিলেন ওয়ার্নার। মাত্র ৩৩ বলে ৩৫ রান করে ফেলেন তিনি। এরপর দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডার বল শর্ট কভারে ঠেলে দ্রুত সিঙ্গলস নিতে যান ওয়ার্নার। সেই সময় পয়েন্টে ফিল্ডিং করছিলেন বাভুমা। সেখান থেকে বিদ্যুতের গতিতে তিনি দৌড়ে এসে বলটা সংগ্রহ করে শরীর ভাসিয়ে স্টাম্প ভেঙে দেন। ওয়ার্নার তখনও অন্য প্রান্তে পৌঁছতে পারেননি।

বাভুমার অবিশ্বাস্য ফিল্ডিং দেখে সতীর্থরা মাঠেই নিজেদের মধ্যে উৎসব শুরু করে দেন।বাভুমা তখনও উঠে দাঁড়াতে পারেননি। রাবাডা গিয়ে তাঁকে টেনে তুলে উৎসবে সামিল করেন। আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার সময় ওয়ার্নারকে হতভম্ব দেখাচ্ছিল।

তিনিও যেন বিশ্বাস করতে পারছিলেন না যে, এভাবেও রান আউট করা যেতে পারে। ওয়ার্নারকে বাভুমার এই রান আউট করাকে কীভাবে ব্যাখ্যা করবেন? খেলা শেষ হওয়ার পর দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ শার্ল ল্যাঙ্গভেল্ট সাংবাদিকদের প্রশ্ন শুনে বলে দেন, ‘‘ব্রিলিয়ান্ট।’’ যোগ করেন, ‘‘অবিশ্বাস্য ফিল্ডিং।

এটাই দিনের সেরা ছবি।’’ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসি বলেন, ‘‘ডেভিড ওয়ার্নারের মতো ক্রিকেটারকে এভাবে আউট করা গেলে তার চেয়ে আনন্দের কিছু হয় না।

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে ধারাভাষ্যের কাজে ব্যস্ত মাইকেল ভন। বাভুমার প্রশংসা করে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘‘এটাই কি সর্বকালের সেরা রান আউট?’’ শেন ওয়ার্নাও নিজের উচ্ছ্বাস গোপন করতে পারেননি।

কিংবদন্তি লেগস্পিনার ধারাভাষ্য দেওয়ার ফাঁকে বলেন, ‘‘ক্রিকেটে এর চেয়ে ভাল দৃশ্য দেখা যায় না।’’ অনেকেই বাভুমার এই অবিশ্বাস্য কীর্তির ভিডিও সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে পোস্ট করেন।

বাভুমার জন্যই পার্‌থে অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর আশা বড়সড় ধাক্কা খেয়েছে। চার উইকেট হারিয়েছে তারা। আজ, সোমবার ম্যাচের শেষদিন জেতার জন্য আরও ৩৭০ রান করতে হবে অস্ট্রেলিয়াকে। দক্ষিণ আফ্রিকার চাই বাকি ছ’টি উইকেট। রবিবার রাবাডা নিয়েছেন তিনটি উইকেট।-এবেলা
৭ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে