সোমবার, ০৭ নভেম্বর, ২০১৬, ০৫:২৫:২৯

সমালোচনার কড়া জবাব দিলেন শুভাগত হোম

সমালোচনার কড়া জবাব দিলেন শুভাগত হোম

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব চাইতে আলোচিত এবাং সমালোচিত ক্রিকেটার শুভাগত হোমকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

অনেক সময়ই দেখা টাইগার দলের সমর্থকরা তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলে, ছাড় দেয় না নির্বাচকদেরকেও। এর সবকিছুকেই মেনে নিয়েছেন জাতীয় দলে আসা যাওয়ার মধ্যে থাকা এই ক্রিকেটার।

বাংলাদেশের একটি প্রথম সারির পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে হোম বলেছেন, ‘সবার মুখ তো আর বন্ধ করা যায় না। সবারই তো পাঁচ আঙ্গুল সমান না। খারাপ কথা বলবে, ভালো কথা বলবে, সবকিছু মিলেই ক্রিকেট। ওইগুলো নিয়ে ভেবে লাভ নেই।

এটা তো আমার সিলেকশন না, যে আমি নিজে করেছি বা কাউকে ধরে আমি দলে গেছি। এটা নির্বাচকদের ব্যাপার। ওনারা নিয়েছেন। ওনারা কারে নিবে, কারে নিবে না এটা তো আমার চিন্তা করে লাভ নেই।

ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স বলছে জাতীয় দলে সুযোগ দেওয়ার জন্য নির্বাচকরা তাকে চাইতেই পারেন। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলা শুভাগত ১৬ ম্যাচে বল হাতে নিয়েছেন ১৬ উইকেট। অন্যদিকে, ব্যাট হাতে ৩০৯ রান। ছিলো দুইটি হাফসেঞ্চুরি।

এতো কিছুর পরও সমালোচনাটা যে কারোর মনোবল দূর্বল করতে বাধ্য। এ নিয়ে প্রশ্ন করা হয়েছিলো শুভাগতকে। উত্তরে জানিয়েছেন, এসব নিয়ে চিন্তিত নন তিনি। নিজের কাজটা যেন ঠিকভাবে করতে পারেন, সেদিকেই লক্ষ্য তার।

বললেন, ‘এগুলো আসলে আমি খুব একটা ফলো করিও না। ফেসবুক এতো ব্যবহার করিও না। শুধু আমার নিজের কাজটাই করতে চেষ্টা করি। হয়তো কখনো সফল হই, কখনো হই না। কিন্তু চেষ্টা থাকে যে, নিজের যে অবস্থান আছে সেটা ধরে রাখতে।’
৭ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে