সোমবার, ০৭ নভেম্বর, ২০১৬, ০৭:২৩:৪১

জাতীয় দলের হয়ে আরো ১৫ বছর ক্রিকেট খেলতে চান মিরাজ

জাতীয় দলের হয়ে আরো ১৫ বছর ক্রিকেট খেলতে চান মিরাজ

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। আর ঐতিহাসিক জয়ের অভিষেক টেস্টে ১৯ উইকেট নিয়ে সবাইকে চমকে দিয়েছেন 'বিস্ময় বালক' মিরাজ। সিরিজ সেরাও হয়েছেন তিনি। তার ঘূর্ণি বলে পরাস্ত হয়েছেন একের পর এক ইংলিশ ব্যাটসম্যান।

বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা এই 'আবিস্কার'কে সোমবার ওয়ালটনের পক্ষ থেকে শুভেচ্ছা হিসেবে মিরাজের হাতে তুলে দেয়া হয় এক লাখ টাকার চেক এবং ‘প্রিমো এক্স-ফোর’ মডেলের মোবাইল ফোন হয়।

সংবর্ধনা পেয়ে বেশ খুশি মিরাজ। তিনি বলেন, 'যথাযথ মুল্যায়ন পেলে পারফরম্যান্স অবশ্যই ভালো হয়। দেশবাসীর বিশ্বাস সাথে থাকলে জয়ের কাজটা আরও সহজ হয়ে যায়।' মিরাজ জানিয়েছেন, তিনি জাতীয় দলের হয়ে কমপক্ষে আরও ১৫ বছর ক্রিকেট খেলতে চান।

নিজের লক্ষের কথাও জানিয়েছেন এই অলরাউন্ডার। বলেন, 'ক্রিকেটের সব ফরম্যাটে বাংলাদেশকে শীর্ষে দেখতে চাই আমি।' সংবর্ধনা দেওয়ার জন্য ওয়ালটনের প্রতি কৃতজ্ঞতা জানান ইংল্যান্ড বধের এই নায়ক।
৭ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে