শুক্রবার, ০৯ অক্টোবর, ২০১৫, ০৮:১৩:৩৪

হেরে গেল ব্রাজিল, ১৫ বছর পর জয় পেল চিলি

হেরে গেল ব্রাজিল, ১৫ বছর পর জয় পেল চিলি

স্পোর্টস ডেস্ক : হারের মধ্য দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের খেলা শুরু করলো নেইমারকে ছাড়া খেলতে নামা ব্রাজিল। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে চিলির মাঠ থেকে ২-০ গোলের হার নিয়ে ফিরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়নরা।

সান্তিয়াগোর জাতীয় স্টেডিয়ামে এদুয়ার্দো ভারগাস ও আলেক্সিস সানচেসের গোল ১৫ বছরের মধ্যে ব্রাজিলের বিপক্ষে চিলিকে প্রথম জয় এনে দেয়। ২০০০ সালে বিশ্বকাপের বাছাইপর্বেই নিজেদের মাঠে ব্রাজিলকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলি। এরপর এই ম্যাচের আগে ১৪ বার মুখোমুখি হয়েও ব্রাজিলকে হারাতে পারেনি তারা।

প্রথমার্ধে হাল্ক, অস্কার চিলির রক্ষণে গিয়ে খেই হারানোয় চিলির গোলরক্ষক ক্লাওদিও ব্রাভোকে সে অর্থে কোনো পরীক্ষাই দিতে হয়নি। বক্সের বাইরে থেকে মার্সেলো, হাল্কের নেওয়া শট লক্ষ্যে থাকেনি। অস্কারের একটি প্রচেষ্টাও ব্যর্থ হয় পোস্টের ওপর দিয়ে উড়ে গেলে।

৪২তম মিনিটে ও ৫৫তম মিনিটে গোলের সুযোগটি নষ্ট হলেও ৬৮তম মিনিটে ভিদাল হয়ে বল পেয়ে যান মার্ক গনসালেস। কিন্তু এই মিডফিল্ডারের ক্রসে শেষ মুহূর্তের টোকাটা দিতে ব্যর্থ হন সানচেস। চার মিনিট পরই চিলির হতাশা কাটে। ফারনান্দেসের ফ্রি-কিকে পা ছুঁইয়ে লক্ষ্যভেদ করে সমর্থকদের উল্লাসে ভাসান ভারগাস।

এরপর ৭৭তম মিনিটে ব্রাজিল সমতায় ফেরার দারুণ ‍সুযোগ হারায়। উলিয়ানের ক্রস প্রতিপক্ষের পোস্টের মুখে পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন হাল্কের বদলি হিসেবে নামা রিকার্দো অলিভিয়েরা।

৯০তম মিনিটে একজনকে কাটিয়ে ভিদালকে বল বাড়িয়ে বক্সের মধ্যে প্রতিপক্ষের গোলমুখের কাছাকাছি ছুটে যান সানচেস। বায়ার্নের মিডফিল্ডারের কাছ থেকে বল ফেরত পেয়ে দ্বিতীয়বারের চেষ্টায় গোল দিয়ে জয় নিশ্চিত করে আর্সেনাল এই তারকা ফরোয়ার্ড।

৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে