মঙ্গলবার, ০৮ নভেম্বর, ২০১৬, ১২:৩২:২৯

তামিমের সেঞ্চুরির অপেক্ষায় সেদিন বিকালে লাঞ্চ করেছিলেন শেখ হাসিনা!

তামিমের সেঞ্চুরির অপেক্ষায় সেদিন বিকালে লাঞ্চ করেছিলেন শেখ হাসিনা!

স্পোর্টস ডেস্ক: সোমবার দুপুরে বিশাল ‘মেজবান’ পার্টির আয়োজন করে তার আমলের তিন বছরে বাংলাদেশ ক্রিকেটের নানা অর্জন তুলে ধরেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এসময় বিসিবির সভাপতি বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে নিজের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। কথার প্রসঙ্গে ক্রিকেটের প্রতি যে প্রধানমন্ত্রীর যথেষ্ট আন্তরিক সেটা তুলে ধরেন। পাপন বলেন, ‘অস্ট্রেলিয়াতে বিশ্বকাপের সময় তিনি আমাকে কখনো কখনো ভোর রাতেও ফোন দিয়েছেন। বিজয় কেন ইনজুরিতে পড়লো, তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাও, তুমি সঙ্গে যাও। ইংল্যান্ডের বিপক্ষে ঢাকাতে তামিম সেঞ্চুরি করেছিল। ওর সেঞ্চুরির অপেক্ষায় থেকে দুপুরের খাবার তিনি বিকালে খেতে গেছেন, দুপুরে সময়মত খেলে তামিমের সেঞ্চুরি দেখা মিস করতেন, এই কারণে। বাংলাদেশকে এখন আরও রান রেট বাড়িয়ে নিতে হবে; খেলা চলার সময় আমাকে এমন মেসেজও পাঠান তিনি। এই হলেন আমাদের প্রধানমন্ত্রী।’

পাপন আরো বলেন, এমন অনেক ঘটনাই আছে যা শুনে আপনারা মুগ্ধ হবেন। বাংলাদেশ ক্রিকেট এখন অনেক উপরে। খেলোয়াড়রা মাঠে খেলেন। তাদের নিশ্চয়ই বড় অবদান। আমার তো মনে হয় এরপরই অবদান আমাদের প্রধানমন্ত্রীর। অনেক ব্যস্ততার মধ্যেও তিনি ক্রিকেট নিয়ে ভাবেন। কঠিন সময়ে বারবার পাশে এসে দাঁড়ান। প্রধানমন্ত্রীকে আমার আন্তরিক ধন্যবাদ।’
৮ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে