মঙ্গলবার, ০৮ নভেম্বর, ২০১৬, ০১:১০:৫৮

বিপিএলে সবচেয়ে বেশি রান বরিশালের মুশফিকের

বিপিএলে সবচেয়ে বেশি রান বরিশালের মুশফিকের

স্পোর্টস ডেস্ক : বরিশাল বুলসের দলনেতা মুশফিকেরই সবচেয়ে বেশি রান এই আসরে। বিপিএলে বিদেশী খেলোয়াড়দের সাথে সমান তালে দ্যুতি ছড়াচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের পরীক্ষিত ব্যাটসম্যানরা। পরিসংখ্যান তেমনটাই বলছে। বিপিএলে শীর্ষ পাঁচজন রান সংগ্রহকারীর তিনজনই বাংলাদেশী। অন্য দিকে শীর্ষ দশের আটজনই বাংলাদেশের ব্যাটসম্যান।

বিপিএলে রান সংগ্রহের দিক থেকে সবার ওপরে উইকেটরক্ষক কাম ব্যাটসম্যান মুশফিকুর রহীম। ৩৪ ম্যাচ খেলে ৮৩১ রান করেছেন দুরন্ত রাজশাহী, সিলেট রয়্যালস ও সিলেট সুপার স্টারসের হয়ে।

এবারের আসরে আর মাত্র ১৬৯ রান করতে পারলেই হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারবেন এবার বরিশাল বুলসে নাম লেখানো আইকন খেলোয়াড় মুশফিক। তার চেয়ে খুব একটা পিছিয়ে নেই ব্রড হজ। বরিশাল বার্নার্সের হয়ে দুই আসরে ২৩ ম্যাচে ৭৫৬ রান করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার। ৩৪ ম্যাচে ৭৪৫ রান নিয়ে সাকিব রয়েছেন তিন নম্বরে।

শীর্ষ পাঁচে থাকা অপর দু’জনও খুব একটা দূরত্বে নেই। ৬৯২ রান নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ চারে ও ৬৯০ রান নিয়ে পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ রয়েছেন পাঁচে। ছয় থেকে ১০ নম্বর পর্যন্ত স্থানগুলো বাংলাদেশী খেলোয়াড়দের দখলে। শীর্ষ দশে থাকা অপর পাঁচজন হলেন যথাক্রমে- নাসির হোসেন (৬৮৯), এনামুল হক বিজয় (৬৭৪), মোহাম্মদ আশরাফুল (৬১৬), জহুরুল ইসলাম অমি (৬১৩) ও ইমরুল কায়েস (৫৯৩)।

ব্যাটসম্যান            ম্যাচ              রান             গড়          সর্বোচ্চ ১০০/৫০
মুশফিক                 ৩১              ৮৩১          ৩৬.১৩           ৮৬ ০/৫
ব্রড হজ                  ২২             ৭৫৬           ৪২.০০           ৭০ ০/৭
সাকিব                    ৩৪             ৭৪৫          ২৯.৮০            ৮৬ ০/৩
মাহমুদুল্লাহ               ৩৭              ৬৯২         ২৪.৭১            ৫৬ ০/৩
শেহজাদ                  ১৯               ৬৯০         ৪৩.১২            ১১৩ ১/৫
৮ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে