মঙ্গলবার, ০৮ নভেম্বর, ২০১৬, ০১:৩১:১৪

মেসির হলুদ কার্ডের বিরুদ্ধে আপিল করবে বার্সেলোনা

মেসির হলুদ কার্ডের বিরুদ্ধে আপিল করবে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক: সেভিয়ার বিরুদ্ধে আরেকবার নিজের ভয়ঙ্কর রুপ দেখালেন বার্সার সুপারস্টার লিওনেল মেসি। অসাধারণ পারফরম্যান্সের সুবাধে দলটির বিপক্ষে ২-১ গোলে জিতে কোচ এনরিকের শিষ্যরা। তবে এমন সুখকর দিনেও অস্বস্তিতে ছিলেন লিও মেসি। কারণ এদিন অনেকটা ‘অন্যায়ভাবে’ হলুদ কার্ড দেখতে হয়েছে তাকে। যে কার্ডের বিরুদ্ধে এখন লা লিগার ডিসিপ্লিনারি কমিটির কাছে আপিল করবে বার্সেলোনা।

এদিন বার্সেলোনার একটি আক্রমণে নেতৃত্ব দিচ্ছিলেন মেসি। তাকে আটকাতে সর্বোচ্চ চেষ্টা করছিলেন সেভিয়ার এক খেলোয়াড়। বল নিয়ে বেরিয়ে গেলেও বুট খুলে যায় মেসির। রেফারি বাজান ফাউলের বাঁশি। মাঠে বসে থাকা বার্সেলোনা ফরোয়ার্ড বুট পড়তে একটু বেশিই সময় নিয়ে ফেলেন, রেফারির যেটা পছন্দ হয়নি মোটেও। সময় নষ্ট করার কারণে মেসিকে দেখান হলুদ কার্ড। মাঠেই এ নিয়ে রেফারির সঙ্গে বেশ খানিকক্ষণ কথা কাটাকাটি করেন মেসি। এমনকি ক্ষুব্ধতাও প্রকাশ করতে দেখা যায় আর্জেন্টাইন অধিনায়ককে। বার্সেলোনার কাছেও কার্ডটি যুক্তিপূর্ণ মনে হয়নি, তাই হলুদ কার্ডের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে কাতালান ক্লাবটি।

মেসি নিষেধাজ্ঞার মুখে না পড়লেও পড়েছেন সুয়ারেস। সেভিয়ার ম্যাচে কার্ড দেখায় মালাগার বিপক্ষে সামনের লা লিগা ম্যাচ খেলতে পারবেন না উরুগুইয়ান স্ট্রাইকার। মার্কা
৮ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে