মঙ্গলবার, ০৮ নভেম্বর, ২০১৬, ০৩:৪২:৫৭

ফিট থাকলেও অ্যান্ডারসনকে খেলাতেন না গাঙ্গুলি!

ফিট থাকলেও অ্যান্ডারসনকে খেলাতেন না গাঙ্গুলি!

স্পোর্টস ডেস্ক : অবাক করলেন গাঙ্গুলি। ফিট থাকলেও অ্যান্ডারসনকে খেলাতেন না গাঙ্গুলি! চেষ্টার কোনও কমতি রাখেনি ইংল্যান্ড। ভারত সফরে জেমস অ্যান্ডারসনকে যে তাদের চাই-ই চাই! শেষ পর্যন্ত টেস্ট ক্রিকেটে তাদের সেরা বোলারকে সম্ভবত পাচ্ছেও ইংলিশরা দ্বিতীয় টেস্ট থেকে। ইংল্যান্ড যেখানে অ্যান্ডারসনের জন্য মরিয়া হয়ে আছে, সেখানে কিনা সৌরভ গাঙ্গুলি বলছেন, ফিট থাকলেও তিনি খেলাতেন না এই পেসারকে! ভারতের কন্ডিশন ও অ্যান্ডারসনের গত কিছুদিনের পারফরম্যান্স বিচার করে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’কে এমনটাই জানিয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক।

বাংলাদেশ সফরে আসতে পারেননি অ্যান্ডারসন। পেস আক্রমণে দলের সেরা অস্ত্রকে না পাওয়ার হতাশা গোপন রাখেননি অধিনায়ক অ্যালিস্টার কুক। ভারত সফরেও অনিশ্চিত হয়ে পড়েছিলেন এই পেসার। যদিও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) চিকিৎসক দল জানিয়েছে, দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা আছে তার। অবশ্য প্রথম-দ্বিতীয় নয়, ভারতে কোনও টেস্টেই তাকে দলে রাখতেন না গাঙ্গুলি। ‘ক্রিকইনফো’র বিশ্লেষক হিসেবে যোগ দেওয়া সাবেক এই ব্যাটসম্যান বলেছেন, ‘সত্যি বলতে ভারতে আমি খেলাতাম না ওকে (অ্যান্ডারসন)।’

কারণটাও ব্যাখ্যা করেছেন এর পর, ‘২০১২ সালের সেই অ্যান্ডারসন আর নেই। কিছুদিন আগে ইংল্যান্ডে ওর পারফরম্যান্স আমি দেখেছি। অনেকটাই হারিয়ে ফেলেছে গতি। আমার মতে স্টুয়ার্ট ব্রড, স্টিভেন ফিন ও বেন স্টোকস (বেশি কার্যকরী), কারণ এই কন্ডিশনে বলে রিভার্স আনতে গেলে আপনার গতি থাকতে হবে।’ সঙ্গে যোগ করলেন, ‘তাই আমি ঠিক জানি না ফিরলেও সে দলে থাকবে কিনা। ভাইজাকে (বিশাখাপত্তনম) তো অবশ্যই না, যেখানে বল প্রচন্ড ঘুরছে।’

ভারত-ইংল্যান্ডের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ বিশাখাপত্তনমে। ওই টেস্টেই ফেরার সম্ভাবনা আছে অ্যান্ডারসনের। যদিও ওখানে স্পিনারদের রাজত্বই দেখা গেছে সবশেষ ম্যাচে। ওয়ানডের যে ম্যাচে লেগ স্পিনার অমিত মিশ্রের ঘূর্ণিতে (৫ উইকেট) মাত্র ৭৯ রানে গুটিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টে তাই অ্যান্ডারসনের খেলার সম্ভাবনা দেখছেন না গাঙ্গুলি, ‘দ্বিতীয় টেস্টে ওর খেলার সম্ভাবনা দেখছি না। আর আমি যদি ইংল্যান্ডের অধিনায়ক হতাম, তাহলে দুটো ফাস্ট বোলার খেলাতাম : ব্রড ও বেন স্টোকস (ক্রিস ওকসও থাকতো)।’-ক্রিকইনফো
৮ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে