মঙ্গলবার, ০৮ নভেম্বর, ২০১৬, ০৪:১০:৫২

অধিনায়কত্ব সব সময়ই উপভোগ্য, এটা ভালো একটা চ্যালেঞ্জ: মাহমুদউল্লাহ

অধিনায়কত্ব সব সময়ই উপভোগ্য, এটা ভালো একটা চ্যালেঞ্জ: মাহমুদউল্লাহ

নিউজ ডেস্ক: বিপিএলের গত আসরে ‘অধিনায়ক’ মাহমুদউল্লাহর আত্মপ্রকাশ হয়। যদিও এর আগে থেকেই অধিনায়ক হিসেবে দলকে সঠিক নেতৃত্ব দিয়ে আসছেন জাতীয় দলের এই অলরাউন্ডার।

দারুণ অধিনায়কত্বেই বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম আসরে ওয়ালটন সেন্ট্রাল জোনকে চ্যাম্পিয়ন করেছিলেন মাহমুদউল্লাহ। তার হাত ধরেই ঢাকা প্রিমিয়ার লিগে গাজী ট্যাংক ক্রিকেটার্স চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৩ সালে।

বিপিএলের গত আসরে বরিশাল বুলসকে নিয়ে গিয়েছিলেন ফাইনালে। ভাগ্যদেবী সঙ্গে থাকলে হয়তো প্রথম আসরেই শিরোপা উঠত মাহমুদউল্লাহর হাতে। রানারআপ হলেও মাহমুদউল্লাহর আগ্রাসী অধিনায়কত্ব, বিচক্ষণতা, পরিকল্পনায় মুগ্ধ হয়েছিলেন ক্রিকেটপ্রেমিরা।

মাহমুদউল্লাহর হাতে এবার বিপিএলের নতুন দল খুলনা টাইটান্সের দায়িত্ব। আবারও নতুন দল, আবারও নতুন চ্যালেঞ্জ। তবে মাহমুদউল্লাহ জানালেন, ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব দিয়েই খেলাটাকে বেশি উপভোগ করেন তিনি।

মঙ্গলবার মিরপুরের ইনডোরে মাহমুদউল্লাহ বলেন, ‘অধিনায়কত্ব সব সময়ই উপভোগ করি। এটা ভালো একটা চ্যালেঞ্জ।’

অধিনায়কত্বের মূল মন্ত্র, “কঠিন সময়ে যদি আপনি নিজে স্থির থেকে সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারেন তখনই ভালো ফল আসবে। আমি গত বছরই এটা বুঝতে পেরেছি”, নির্দিষ্ট দিনে যদি নিজের সেরা ক্রিকেট খেলতে পারি তাহলে আমাকে কেউ হারাতে পারবে না।’ এটাই আমার লক্ষ্য। চেষ্টা করব এভাবেই যেন টুর্নামেন্টে এগুতে পারি।’

‘অধিনায়কত্ব করা তখনই সহজ হয় যখন আপনার খেলোয়াড়রা পারফর্ম করবে। এই বিশ্বাসটা যদি আপনি খেলোয়াড়দের দিতে পারেন তাহলে ভালো ফল পাবেন। পাশাপাশি আমি বিশ্বাস করি ক্রিকেটারদের স্বাধীনতা দেওয়া গুরুত্বপূর্ণ। আমি চাই আমার ক্রিকেটাররা সব সময় এটা বিশ্বাস করেই খেলুক্।’-যোগ করেন মাহমুদউল্লাহ।

গতবার শিরোপার স্বাদ পাওয়া হয়নি, এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকবে মাহমুদউল্লাহর। তাই দলগত পারফরম্যান্সে তাকিয়ে মাহমুদউল্লাহ, ‘আমাদের দলে ওরকম বড় নাম নেই। কিন্তু দিন শেষে পারফরম্যান্সই কথা বলবে। আমরা যদি দল হিসেবে ভালো করতে পারি, অলরাউন্ড স্কিল গুলো শো করতে পারি, আশা করতে পারি এবারও ভালো কিছুর সম্ভাবনা থাকবে।’

তবে প্রতিপক্ষকে নিয়ে ভাবনার থেকে নিজের খেলায় বেশি মনযোগী মাহমুদউল্লাহ, ‘আমি যদি আমাদের মূল ও নিজেদের ক্রিকেটাকে নিয়ে বেশি চিন্তা করি, বেশি ফোকাস থাকি তাহলে কাজ সহজ হবে।’
৮ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে