মঙ্গলবার, ০৮ নভেম্বর, ২০১৬, ০৫:৩৩:১৮

যে কারণে পোলার্ডকে খেলার জন্য অনুমিত দেয়নি ইন্ডিজ ক্রিকেট বোর্ড

যে কারণে পোলার্ডকে খেলার জন্য অনুমিত দেয়নি ইন্ডিজ ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টুর্নামেন্টে খেলার জন্য ক্যারিবিয়ান ব্যাটসম্যান কাইরন পোলার্ডকে অনুমিত দেয়নি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছিলো, দেশের বাইরে কোনো ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেললে ২০ শতাংশ অর্থ দিতে হবে বোর্ড।
 
যতক্ষণ না পর্যন্ত পোলার্ড এই সিদ্ধান্তে রাজি হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাকে এনওসি দেয়া হবেনা বলে জানিয়েছেন ক্রিকেট বোর্ডের নির্বাহী কর্মকর্তা মাইকেল মুইরহেড।

তিনি জানান, বোর্ডের পরিচালকরা মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্তের কথা তিনি আইসিসিরি পূর্ণ সদস্য দেশগুলোকে জানিয়েছেন বলেও দাবি করেন।
 
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১০ শতাংশ দেয়ার ব্যাপারে চিন্তা করছে। হয়তো বাকিটুকু তারা ফ্র্যাঞ্চাইজিকে দিতে বলবে। কিন্তু দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এমন শর্তে রাজি হয়নি। এখনো কিছু জানায়নি পাকিস্তান ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডও।
 
ক্রিকেটারদের সংগঠন ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স এসোসিয়েশন (ফিকা) জানায়, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত এক ধরনের বাধা। এতে করে আইনি জটিলতা বৃদ্ধি পাবে।
৮ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে