স্পোর্টস ডেস্ক : সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না লিওনেল মেসির৷ চোটের জন্য এমনিতেই দু’ মাস মাঠের বাইরে ফুটবলের রাজপুত্র৷ এর মধ্যে আবার তাড়া করছে জেলে যাওয়ার আতঙ্ক!
কর ফাঁকি দেওয়ার অভিযোগে মেসিকে ২২ মাস জেলে খাটার দাবি জানালেন স্পেনের এক আইনজীবী৷ কর ফাঁকি দেওয়ার মামলা চলছে মেসির বাবা জর্জ মেসির বিরুদ্ধে৷ কিন্তু আইনজীবীর দাবি এ ব্যাপারে বাবার মতোই সমান অপরাধী মেসি৷
সুতরাং তারও জেল হওয়া উচিত৷ প্রথম দিকে ওই আইনজীবী মেসির বিরুদ্ধে মামলা করবেন না বলে জানালেও পরে মত পরিবর্তন করেন তিনি৷ ফলে আর্জেন্তেনীয় তারকাকে আদালতে হাজিরা দিতে হচ্ছেই৷
বাবা ও ছেলের বিরুদ্ধে ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ হাজার কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে৷ ফলে চোটের পাশাপাশি এবার জেলের ঘানি টানতে হলে যন্ত্রণা আরও বাড়বে বার্সেলোনা হার্টথ্রবের৷ -কলকাতা
৯ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর