শুক্রবার, ০৯ অক্টোবর, ২০১৫, ১১:৫৯:৪৫

ফিফার নতুন সভাপতি হয়েছেন যিনি

ফিফার নতুন সভাপতি হয়েছেন যিনি

স্পোর্টস ডেস্ক : দুর্নীতির অভিযোগে কয়েকদিন আগে ফিফা থেকে সরিয়ে দেয়া হয় দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের প্রধান হিসাবে থাকা সেপ ব্লাটারকে।

এই শূণ্য পদটি এবার পূর্ণ হয়েছে। সাবেক এক তারকা ফুটবলারকে বসানো হয়েছে ফিফার দামি চেয়ারটিতে। বৃহস্পতিবার এই বিষয়টি আনুষ্ঠানিক ভাবেই চূড়ান্ত করা হয়।

কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) প্রধান ইসা হায়াতুতে বসানো হয়েছে নতুন দায়িত্বে। হয়াতু দীর্ঘদিন ধরেই ফিফার সাথে জড়িত। ফিফার পরিচালনা পর্ষদের সদস্য হিসাবে যুক্ত ছিলেন তিনি। ফুটবলের পর সংগঠক হিসাবেও রয়েছে তার বর্নাঢ্য ক্যারিয়ার।

১৯৮৮ সাল থেকে ২০০২ পর্যন্ত কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) সভাপতি ছিলেন হায়াতু।
   
অন্যপ্রসঙ্গ হলো, ব্লাটার ছাড়াও উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি ও ফিফার সাধারণ সম্পাদক জেরোমি ভালকেকে ৯০ দিনের জন্য সাময়িক বরখাস্ত করে ফিফা।

স্পেনের অ্যাঙ্গেল মারিয়া ভিলারকে উয়েফা সভাপতি করা হতে পারে। আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি ফিফার নির্বাচন হবে। নির্বাচিত সভাপতির দায়িত্ব নেয়ার পূর্ব সময় পর্যন্ত এই দায়িত্বে থাকবেন হায়াতু।

নতুন দায়িত্ব পেয়ে হায়াতু বলেন, আমি দায়িত্বপালন করে যাবে তবে দীর্ঘদিন এ পদে থাকতে চাইনা তিনি। আর এ কারণে ১০১৬ সালের ফিফা সভাপতি নির্বাচনে প্রার্থী হবেন না হায়াতু।
৯ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে