স্পোর্টস ডেস্ক : আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আসে পরিবর্তন। চার-ছক্কার ম্যাচ হিসাবে আখ্যা পাওয়া টি-টোয়েন্টি ম্যাচে রাজা-রানী চমক দেখানো এশিয়া মহাদেশের দুই ক্রিকেট শক্তির।
টি-টোয়েন্টির সেরা দশটি টিমের ৫টিই এশিয়া মহাদেশের। এশিয়ার এই পাঁচটি দেশ হলো শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, আফগানিস্তান ও বাংলাদেশ।
চার-ছক্কার এই আসরে রাজা-রানী বললে ক্রিকেটে এশিয়ার দুই বিশ্বশক্তি শ্রীলকা ও পাকিস্তানকেই বলতে হয়। শ্রীলঙ্কা টি-টোয়েন্টিতে নাম্বার ওয়ান টিম। দেশটির পয়েন্ট ১২৬। অন্যদিকে দ্বিতীয় পাকিস্তান। পাকিস্তানের পয়েন্ট ১২১।
৩ নম্বরে অবস্থান করা অসিদের পয়েন্ট ১১৮। চার নম্বর টিম ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ১১৭। পাঁচ নম্বরে রয়েছে সাউথ আফ্রিকা। দেশটির পয়েন্ট ১১৫।
৬ নম্বরে অবস্থান করা ভারতের পয়েন্ট ১১০। সাতে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ১০৮। আট নম্বরের ইংল্যান্ডের পয়েন্ট ১০৭। নয় নম্বরের আফগানিস্তানের পয়েন্ট ৭৭। দশের শেষ টিম বাংলাদেশের পয়েন্ট ৭৩।
৯ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর