বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬, ০৩:৪০:২৫

ফুটবল মাঠে রেফারির করুণ মৃত্যু

ফুটবল মাঠে রেফারির করুণ মৃত্যু

স্পোর্টস ডেস্ক: মেক্সিকোতে মাঠে কার্ড দেখানোকে কেন্দ্র করে খেলোয়াড়ের ঢুসে করুণ মৃত্যু ঘটেছে ৫৫ বছর বয়সী এক রেফারির।

ঘটনাটি গত রোববারের। মেক্সিকোর একটি অপেশাদার ফুটবল ম্যাচ চলছিল। ভিক্তর ত্রেহো নামের ওই রেফারি ফাউলের দায়ে এক খেলোয়াড়কে লাল কার্ড দেখান।

লাল কার্ড দেখা সেই খেলোয়াড়টি রাগের মাথায় রেফারিকে ঢুস মেরে বসেন। সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন রেফারি। রেডক্রসের কর্মীরা প্রাথমিক চিকিৎসা দিতে এসে দেখেন, রেফারির হৃৎস্পন্দন নেই। পরে পুলিশ এসে মৃতদেহ  উদ্ধার করে।

রুবেন রিভেরা ভাজকুয়েজ নামের ওই খেলোয়াড় ঘটনার পরই মাঠের পাশে থাকা একটি পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যান। তখন থেকেই তাকে খুঁজছে পুলিশ।

এর আগে গত সপ্তাহে লাল কার্ড দেখানোয় ব্রাজিলের এক ফুটবলারও রেফারিকে ঘুসি মারেন। পরে পুলিশ মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সপ্তাহে আলজেরিয়ায় একটি ফুটবল ম্যাচ চলাকালীন এক দলের সমর্থক রেফারিকে ঢুস মেরে বসেন। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যান ওই রেফারি।
১০ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে