বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬, ০৫:০৭:৩১

রানের পাহাড়ে চাপা পড়েছে ভারত

রানের পাহাড়ে চাপা পড়েছে ভারত

স্পোর্টস ডেস্ক: দিনের সপ্তম ওভারেই ফিরলেন সেঞ্চুরিয়ান মঈন আলী। ইংল্যান্ডের রান তখনো ৩৫০ পেরোয়নি। ভারতীয় দলেও জাগল আশা, এবার চেপে ধরা যাবে ইংল্যান্ডকে। কিন্তু বেন স্টোকস তো ছিলেন।

সৌভাগ্যের ভেলায় চড়ে সেঞ্চুরি পেয়েছেন এই অলরাউন্ডার। স্টোকসের সেঞ্চুরিতে ৫৩৭ রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে মাত্রই জবাব দিতে নামল ভারত।

৯৯ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেছিলেন মঈন। সেঞ্চুরি পেতে আজ অবশ্য খুব বেশি অপেক্ষায় থাকতে হয়নি। দিনের তৃতীয় বলেই সেঞ্চুরি পেয়ে গেছেন।

কিন্তু সেঞ্চুরির ইনিংসটা খুব বড় করতে পারেননি। মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে থেমেছেন ১১৭ রানে। কিন্তু এতেও বিপদ কমেনি স্বাগতিকদের।

স্টোকস ও জনি বেয়ারস্টো মিলে ষষ্ঠ উইকেট জুটিতে যোগ করেছেন ৯৯ রান। তবে শামির শিকার হয়ে বেয়ারস্টো ফেরার পরই ছোটখাটো বিপর্যয়। ২৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড।


ইংল্যান্ডের ভাগ্য ভালো, ১০ নম্বরে নামা জাফর আনসারি নিজের অলরাউন্ডার পরিচয়টা ভুলে যাননি। অপর প্রান্তে থাকা মূল অলরাউন্ডার স্টোকসকে দারুণ সংগত দিলেন।

অবশ্য স্টোকসকে সাহায্যের হাত ভারতীয় ফিল্ডাররাও কম দেননি। সকাল থেকেই একের পর এক জীবন পেয়ে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিটা তুলে নিলেন স্টোকস।

উমেশ যাদব যখন ফেরালেন স্টোকসকে, ততক্ষণে ইংল্যান্ডের স্কোর ৫০০ পেরিয়েছে। ২০১২ সালে ইডেন গার্ডেনে এই ইংল্যান্ডই সর্বশেষ ৫০০ রান করেছিল। এরপর কোনো সফরকারী দল ভারতে ৫০০ রান পেরোতে পারেনি।

শেষ উইকেট হিসেবে আনসারি যখন আউট হলেন, ততক্ষণে ইংল্যান্ডের রান ৫৩৭। দ্বিতীয় দিনের চা-বিরতিও শেষ হয়ে গেছে।

রাজকোট টেস্টে জয় পেতে হলে ভারতকে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে। অসমান বাউন্স, স্পিন আর রিভার্স সুইংয়ের পরীক্ষা দিতে হবে কোহলির দলকে।
১০ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে