বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬, ০৫:২০:০০

হেরাথের ১৩ উইকেট, হোয়াইটওয়াশ হলো জিম্বাবুয়ে

হেরাথের ১৩ উইকেট, হোয়াইটওয়াশ হলো জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে ৬৩ রান দিয়ে ৮ উইকেট নিয়েছেন রঙ্গনা হেরাথ। ভাবছেন এটা তার ক্যারিয়ারের সেরা ইনিংস পারফরম্যান্স কি না। মোটেও না।

ইনিংসে ৯ উইকেট নেওয়ার কীর্তি আছে এই লঙ্কান বাঁ হাতি স্পিনারের। এই ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন ১৫২ রান দিয়ে। এটাও তার ম্যাচ সেরা পারফরম্যান্স না। ১৮৪ রানে ১৪ উইকেট আছে যে আগে! এ নিয়ে ৬ টেস্টে ১০ বা তার বেশি উইকেট নিলেন হেরাথ।

তবে হেরাথের কীর্তিতেই হারারেতে আজ বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টের শেষ দিনে ২৫৭ রানের বিশাল জয় তুলে নিয়েছে। সেই সাথে তারা ২-০ তে হোয়াইওয়াশ করেছে স্বাগতিকদের।

জিম্বাবুয়ের সামনে ৪৯১ রানের অসম্ভব টার্গেট দিয়েছিল শ্রীলঙ্কা। আগের দিন ৭ উইকেটে ১৮০ রান ছিল জিম্বাবুয়ের। এদিন ২৩৩ রানে অল আউট হয়েছে তারা।

নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের অনুপস্থিতিতে শ্রীলঙ্কাকে এই সিরিজে নেতৃত্ব দিয়েছেন ৩৮ বছরের হেরাথই। সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিরিজ জেতানো ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন তিনি।

এই সিরিজে ১৯ উইকেট নিয়েছেন তিনি। কিন্তু সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন ব্যাটসম্যান দিমাথ করুনারত্নে। একটি সেঞ্চুরি ও ২টি ফিফটিসহ ৭০.০০ গড়ে ২৮০ রান করেছেন করুনারত্নে।
১০ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে