বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬, ০৬:৫৮:২৫

ক্যারিবীয় আড্ডায় রাজশাহী কিংসের পরাজয়

ক্যারিবীয় আড্ডায় রাজশাহী কিংসের পরাজয়

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী: বিপিএল-এ তারা তিনজন খেলেন আলাদা তিন দলে। তিনজনই ক্ষমতা রাখেন একক চেষ্টা একটি ম্যাচ ঘুরিয়ে দেওয়ার। বলছি- তিন ওয়েস্টইন্ডিয়ান ক্রিকেটার অলরাউন্ডার ড্যারেন স্যামি, মারলন স্যামুয়েলস এবং ডোয়াইন ব্রাভোর কথা।

বিপিএলের সাতটি ফ্র্যাঞ্চাইজিই অনুশীলন করে মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী গ্রাউন্ডে। সকাল থেকে দুপুর পর্যন্ত ভিন্ন ভিন্ন সময়ে একেকটি দল অনুশীলন শুরু করে। তবে একসঙ্গে অন্তত চারটি দলের প্র্যাকটিস চলে গ্রাউন্ডে। মিরপুরের একাডেমী মাঠে তাই একধরনের দেশি-বিদেশী ক্রিকেটার মেলা বসে যায়। যে দিকেই তাকাবেন শুধুই ক্রিকেটার আর ক্রিকেটার।

বুধবার সকাল থেকেই অনুশীলনে ছিলো বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সকাল ১১টায় প্র্যাকটিস শুরু হয় মাশরাফিদের। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যারিবিয়ান অলরাউন্ডার মারলন স্যামুয়েলসের মেজাজ বিগড়ে আছে সেই সকাল থেকেই। নেটে ব্যাটিং অনুশীলন করে এসে প্যাড পড়েই বসে আছেন চেয়ারে। কারণ নিজের স্যামস্যাং হ্যান্ডসেটটি কাজ করছে না।

অনেকক্ষণ একা বসে থাকার পর হঠাৎই যেনো আনন্দের উপলক্ষ্য এসে গেলো সামনে স্যামুয়েলসের। বেলা ২টায় শিডিউল অনুযায়ী রাজশাহী কিংস এবং ঢাকা ডায়নামাইটসের প্র্যাকটিস সেশন। তাই আগে ভাগে মাঠে চলে এসেছে দুই দলই। নেমেই রাজশাহী কিংস অধিনায়ক ড্যারেন স্যামি চিরাচরিত হাসি হাসতে হাসতে চলে আসলেন স্যামুয়েলসের কাছে। তাকে দেখেই ‘মুড’ ভালো হয়ে গেলো স্যামুয়েলসের- ‘হাই স্যাম’ বলে হ্যান্ডশেক করলেন ড্যারেন স্যামির সঙ্গে।
bpl2
মুহূর্তের মধ্যে তাদের সঙ্গে যোগ দিলেন ঢাকা ডায়নামাইটসের ডোয়াইন ব্রাভো। শুরু হয়ে গেলো আড্ডা, হাসি, আর ক্রিকেট নিয়ে আলোচনা। ড্যারেন স্যামি ব্যাখ্যা দিতে শুরু করলেন কিভাবে আগের সন্ধ্যায় শেষ ওভারের শেষ বলে তার হাত থেকে ম্যাচ বের করে নিলেন খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

স্যামুয়েলস মাথা নেড়ে যেনো সান্ত্বনাই দিলেন স্যামিকে। হাত নেড়ে শ্যাডো করে দেখাচ্ছিলেন কিভাবে তিনি বোল্ড হয়েছিলেন শফিউলের বলে। স্যামি শুধু বার বার একটি শব্দই  উচ্চারণ করছিলেন ‘আনবিলিভেবল’ ‘আনবিলিভেবল’। সব শুনে ব্রাভো আর স্যামুয়েলস যেনো সান্ত্বনার সঙ্গে একটু মজাও নিলেন। ক্যাপ্টেন ড্যারেন স্যামির নেতৃত্বে এই কিছু দিন আগেইতো এরকম শেষ ওভারে ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে টি-টুয়েন্ট বিশ্বকাপের শিরোপটা নিজেদের করে নিয়েছিলেন স্যামুয়েলন-ব্রাভোরা।

তিন ক্যারিবীয়র মধ্যে চলতি বিপিএলে নিজ নিজ প্রথম ম্যাচে জয়ের মুখ দেখেছেন একমাত্র ব্রাভোই। বরিশালকে শ্রেয়তর দল হিসেবেই হারিয়েছে সাকিব আল হাসানের দল। ব্রাভো তাই ফুরফুরে মেজাজে। বলছেন, দেখা হবে স্যাম। কারণ আগামীকাল সন্ধ্যায়ই মাঠে নামছে ব্রাভোর ঢাকা ডায়নামাইটস এবং ড্যারেন স্যামির রাজশাহী কিংস। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় এই ম্যাচে ফিরে আসতেই হবে ড্যারেন স্যামিদের।-চ্যানেল আই
১০ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে