স্পোর্টস ডেস্ক : আইপিএল আসরের সাথে দীর্ঘদিনের যুক্তি ছিল পেপসি কম্পানির। আইপিএল আসরকে বিপকে পড়েছে এই কোম্পানি।
আইপিএলের প্রধান কার্যনির্বাহী আধিকারিক সুন্দর রমন পেপসির নোটিশ পেয়েছেন। ২০১৩ সাল থেকে ২০১৭ সাল অবধি এই চুক্তিই ২০১৫ সালে মাঝপথে ছাড়তে চাইছে পেপসি।
ভারতীয় ক্রিকেটের সেরা আসর আইপিএলে কেলেঙ্কারির গন্ধ পেয়েছে পেপসি। ৩৯৬ কোটি টাকার চুক্তি পেপসির সাথে।
মনোহরের আগের বিসিআই প্রেসিডেন্টের জমানায় স্পট ফিক্সিং কাণ্ডে নাম জড়ায় আইপিএলের। এই অভিযোগ তুলে আইপিএল আসর থেকে নিজেদের সরিয়ে নিতে চায় পেপসি কর্তৃপক্ষ।
এর আগে কেলেঙ্কারির কারণে চলে যেতে চেয়েছিল প্রতিষ্ঠানটি। অনেক বুঝিয়ে রাখা হয়েছে পেপসিকে। কিন্তু ভারথীয় ক্রিকেট বোর্ডে পরিবর্তণ আসায় মোড় দেয়ার সুযোগ পায় এই প্রতিষ্ঠান।
নয়া প্রেসিডেন্ট মনোহরের সবথেকে বড় চ্যালেঞ্জ এটাই যে পেপসিকে কিভাবে ম্যানেজ করা যায়। আর পেপসি চলে গেলে নতুন স্পন্সরের সন্ধানে থাকতে হবে আইপিএল কর্তৃপক্ষকে।
৯ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর