শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬, ১০:৫৪:৫৭

আজকের ম্যাচে দুই অধিনায়কই জয়ের জন্য মরিয়া

আজকের ম্যাচে দুই অধিনায়কই জয়ের জন্য মরিয়া

স্পোর্টস ডেস্ক: দুই অধিনায়কই আজ জয়ের জন্য মরিয়া। একটি ম্যাচের একটি জয় আজ যাবে কি করবে? একজন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক, অপরজন টেস্ট দলের। আজ শুক্রবার এই দুই অধিনায়ক মুখোমুখি হবেন মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। দুপুর আড়াইটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি মতুর্জা আর বরিশাল বুলসের মুশফিকুর রহিম।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অথচ চতুর্থ আসরে তাদের শুরুটা সেভাবে হয়নি। হার দিয়েই এবারের পথচলা শুরু হয় মাশরাফি বিন মর্তুজার দলের। উদ্বোধনী ম্যাচে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংসের কাছে ২৯ রানে হেরে যায় কুমিল্লা।

অপরদিকে সূচনাটা ভালো হয়নি বরিশাল বুলসেরও। আসরের অন্যতম শক্তিশালী দল ঢাকা ডায়নামাইটসের কাছে ৮ উইকেটে পরাস্ত হয়েছিল মুশফিকের দল। ঢাকা-বরিশাল দুই দলই আজ মাঠে নামবে জয়ের খোঁজে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের খেলোয়াড়দের তালিকা :
মাশরাফি বিন মর্তুজা (আইকন), ইমরুল কায়েস, নাবিল সামাদ, জসিমউদ্দীন, সৈকত আলী, আবদুল্লাহ আল মামুন, লিটন দাস, আল আমিন জুনিয়র, নাজমুল হাসান শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ শরীফ,  আসহার জাইদি, খালিদ লতিফ, সোহেল তানভীর, ইমাদ ওয়াসিম, আহমেদ শেহজাদ, শাহজাইব হাসান , নুয়ান কুলাসেকারা, রশিদ খান, জেসন হোল্ডার, রোভম্যান পাওয়েল।

বরিশাল বুলসের খেলোয়াড়রা :
মুশফিকুর রহীম (আইকন), আবু হায়দার রনি, কামরুল ইসলাম, নাদিফ চৌধুরী, মেহেদী হাসান, মনির হোসেন, ফজলে রাব্বী, শাহিন হোসেন, আল আমিন হোসেন, তাইজুল ইসলাম, শামসুর রহমান, শাহরিয়ার নাফীস, ধীমান ঘোষ, থিসারা পেরেরা, রুম্মান রায়েস খান, রায়াদ এমরিত, জশুয়া কব, কার্লোস ব্রাফেট, দিলশান মুনাবীরা, মোহাম্মদ নওয়াজ।
১১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে