শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬, ০৩:১৩:২৫

ইংলিশদের গর্ব চুরমার করে দিচ্ছে ভারত

ইংলিশদের গর্ব চুরমার করে দিচ্ছে ভারত

স্পোর্টস ডেস্ক: ইংলিশদের গর্ব চুরমার করছে ভারত। বাংলাদেশে এসেই বড় ধাক্কা খায় তারা। এবার ভারতের কাছে কাবু ইংলিমরা।  রাজকোটে প্রথম টেস্টে ইংলিশদের দেওয়া বিশাল রানের বোঝা মাথায় নিয়ে জবাবটা ভালোই দিচ্ছে কোহলির টিম ইন্ডিয়া।

প্রথম ইনিংসে তিন সেঞ্চুরির সুবাদে ইংল্যান্ড করেছিল ৫৩৭ রান। সেঞ্চুরি করেন জো রুট, মঈন আলী এবং বেন স্টোকস। তবে শেষ পর্যন্ত অল আউট হয়েছিল সফরকারীরা।

জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৬৩ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে ভারত। কিন্তু তৃতীয় দিন সকালেই স্টুয়ার্ট ব্রডের বলে ফিরে যান গৌতম গম্ভীর (২৯)। দলের রান তখন ৬৮।

এমতাবস্থায় মুরালি বিজয়ের সাথে ইনিংসের হাল ধরেন চেতেশ্বর পুজারা। এই জুটির দৌলতে মধ্যাহ্ণ বিরতির আগে ১৬২ রান জমা হয় ভারতের স্কোরবোর্ডে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের রান ১ উইকেটে ২২৮। পুজারা ও মুরালি বিজয় দুই জনেই সেঞ্চুরির একেবারে কাছাকাছি।
১১ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে