শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬, ০৩:৫০:৪৪

মিয়ানমারের মুসলিমবিদ্বেষীদের কবিতায় ট্রাম্প বন্দনা

 মিয়ানমারের মুসলিমবিদ্বেষীদের কবিতায় ট্রাম্প বন্দনা

আন্তর্জাতিক ডেস্ক: 'ইসলামী সন্ত্রাসবাদ' দমনে ডোনাল্ড ট্রাম্প ভূমিকা রাখবেন আশা করে মিয়ানমারের মুসলিমবিরোধী কট্টরপন্থীরা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের বন্দনা করে কবিতা রচনা করেছেন।

নির্বাচনী জনসভায় ট্রাম্প বলেছিলেন, তিনি জয়ী হলে যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করবেন এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিমদের ডাটাবেইস তৈরি করবেন। ফলে মঙ্গলবারের নির্বাচনে ট্রাম্পের জয়ে সারা বিশ্বের মুসলিমরা বেদনাহত হয়েছেন।

তাদের আশঙ্কা তার মুসলিমবিরোধী সম্ভাব্য পদক্ষেপ আইএসের মতো উগ্র মুসলিম সংগঠনের বিকাশে সহায়ক হবে।

তবে বৌদ্ধপ্রধান মিয়ানমারে ট্রাম্পের বন্দনায় কবিতা রচনা করা হয়েছে। এখানে সংখ্যালঘু মুসলিমদের, বিশেষ করে রোহিঙ্গাদের বিরুদ্ধে কঠোর মনোভাব রয়েছে বহু বৌদ্ধর।

অগ্নিপুত্রখ্যাত সন্ন্যাসী উইরাথু ফেসবুকে ট্রাম্পের জন্য চার লাইনের এক কবিতা লিখেছেন। একসময় উইরাথু মুসলিমবিদ্বেষী ধর্মীয় নসিহত প্রচার করে বৌদ্ধ সন্ত্রাসীদের মুখপাত্র আখ্যা পেয়েছিলেন।

তার কবিতাটি এরকম : জননিরাপত্তা সর্বাগ্রে/ ডোনাল্ড ট্রাম্প আসল নেতা/ জনগণ তাকে খুবই ভালোবাসে/ জাতীয়তাবাদই অগ্রাধিকার।

কবিতার নিচে তার মন্তব্য- যুক্তরাষ্ট্রের নাগকিররা জিহাদ থেকে মুক্তি পাক, বিশ্ব রক্তপাত থেকে মুক্ত হোক।-কালেরকন্ঠ
১১ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে