শুক্রবার, ০৯ অক্টোবর, ২০১৫, ০৪:৫৯:৫১

ক্রিকেটে সাব্বিরের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে কোচ-নির্বাচক যে যা বললেন

ক্রিকেটে সাব্বিরের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে কোচ-নির্বাচক যে যা বললেন

স্পোর্টস ডেস্ক : সাব্বির রহমানের শুরুটা হয় বীরোচিতভাবে। বিশ্বকাপ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ খেলেন সাব্বির রহমান। এখন জিম্বাবুয়ের দিকে তাকিয়ে আছেন তিনি। ব্যাট হাতে নিজের পরিচয়টা ফের বুঝিয়ে দেবেন তিনি!। তার ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে নানা কথা বলেছেন  বিসিবির কোচ ও নির্বাচক।

তাদের কথার মূল বিষয় হলো সাব্বিরের ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে পেরে তাকে লালন করতে চায় বিসিবি। হুট করেই সাদা পোষাকে তাকে মাঠে নামাতে চায় না বিসিবি।

ভারতের বিপক্ষে এ দলের হয়ে খেলেছেন সাব্বির। এখানে খেলার মাধ্যমে সাব্বির মূলত বিসিবির বিশেষ পরীক্ষা দিয়েছেন। এ সম্পর্কে প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন,আমরা তাকে যাচাই করে দেখেছি।

(এ দল) ঐ দলটির দিকে তাকালে আপনি দেখবেন সেখানে বেশকিছু খেলোয়াড় আছে যারা এখনো টেস্ট দলে নিজেদের জায়গা পাকা করতে পারেনি।  সাব্বিরকে লালন করার পক্ষে তিনি। তাহলে সব ফরমেটে খেলার যোগ্য হয়ে উঠবেন সাব্বির।

বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের কোচ ম্যাল লয়ে দারূণ এক কার্যকরী ক্রিকেটার হয়ে ওঠার সম্ভাবনা দেখছেন  সাব্বিরকে নিয়ে।

সাব্বির যাতে টপ আর্ডারে ভালো করতে পারেন ও দলের জন্য বড় ইনিংস খেলতে পারেন সে জন্য পরামর্শ দিয়েছেন তিনি।

ভারত সফরে ভোলো করতে না পারায় তিনি বলেন, সবার কাছে সব ফরম্যাটে ভালো কিছু আসা করা যায় না। ভবিষ্যতের সাব্বির অনেক উজ্জ্বল হবেন বলে আশাবাদ আসে তার কন্ঠ থেকে।
৮ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে