শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬, ০৮:৪৫:০৮

টানা দুইবার হেরে যা বললেন মাশরাফি

টানা দুইবার হেরে যা বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটসম্যানরা ঘুমাচ্ছেন নাকি! চ্যাম্পিয়ন দল। অথচ ব্যাটিং ব্যর্থতায় এবারের আসরের টানা দুটি ম্যাচে হারল তারা। বোলারদের সামনে এই দুই ম্যাচে এমন পুঁজি তারা দিতে পারেননি যা নিয়ে লড়াই করা যেতে পারে।

বরিশাল বুলসের কাছে শুক্রবার দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে হারার পর তাই ব্যাটসম্যানদের ডেকে ওঠার ডাক দিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

"প্রথম ২ ম্যাচে হেরে বসলে আমাদের চাপে তো পড়তেই হবে।" এদিন ম্যাচের পর শিরোপা ধরে রাখার চাপের কথা স্বীকার করেই কুমিল্লার প্রাণ মাশরাফি বললেন, "আমাদের ব্যাটসম্যানদের এগিয়ে আসতে হবে। (মারলন) স্যামুয়েলস ও (সোহেল) তানভির ভালো খেলেছে।

কিন্তু শীর্ষ ৩ ব্যাটসম্যানের একজনকে অন্তত ১৫ ওভার পর্যন্ত খেলতে হবে। ব্যাটসম্যানরা এগিয়ে না এলে কঠিন হয়ে যাবে সব। আগামী ম্যাচেই আমাদের ঘুরে দাঁড়িয়ে আরো ভালো খেলতে হবে।"

এবারের আসরের প্রথম ম্যাচটিতে কুমিল্লা ২৯ রানে হেরেছে চিটাগং ভাইকিংসের কাছে। ওই ম্যাচে তাদের সামনে ১৬২ রানের টার্গেট দিয়েছিল তামিম ইকবালের চিটাগং। কিন্তু মাশরাফিরা নির্ধারিত ২০ ওভারে করতে পারলেন ১৪৯ রান।

শুক্রবার বরিশালের বিপক্ষে অবস্থাটা আরো খারাপ। এবার ৮ উইকেটে ১২৯ রান। ওটা ধরে রেখে মিরপুরের উইকেটে জেতা হয় না। মাশরাফিকে তাই বলতে হয়, "আমাদের রানটা ১৪৫-৫০ হলেও লড়া যেত। ১৩০ ধরে রাখা আসলেই কঠিন ছিল। বোলাররা ভালোই করেছে।"

ইমরুল কায়েস দুই ম্যাচে ৬ ও ০ করেছেন। প্রথম ম্যাচে ওপেন করে ১৩ রান করা লিটন দাস পরের ম্যাচে ৫ নম্বরে করেছেন ৪ রান। তিন ও চারে নাজমুল হোসেন শান্ত (৫৪ ও ১৬) এবং মারলন স্যামুয়েলস (২৩ ও ৪৮) নেহাত খারাপ করেননি।

কিন্তু মাঝের ব্যাটসম্যানরাও ভালো করতে পারেননি। গেলবার কুমিল্লার ঘরে শিরোপা তুলে দেওয়া মাশরাফিকে তাই দ্বিতীয় ম্যাচের পরই ব্যাটসম্যানদের কারণে দুশ্চিন্তায় ডুবে যেতে হচ্ছে।  
১১ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে