শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬, ০৯:২৭:১১

চার-ছক্কার সাহায্যে ৫৯ রান করলেন মোসাদ্দেক

চার-ছক্কার সাহায্যে ৫৯ রান করলেন মোসাদ্দেক

স্পোর্টস ডেস্ক: রাজশাহীর বিপক্ষে ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে ঢাকা ডায়নামাইটস তখন খাদের কিনারে। উইকেটে এসে অন্যপ্রান্তে দাঁড়িয়ে যান মোসাদ্দেক হোসেন সৈকত।

রবি বোপারাকে নিয়ে প্রথমে দলের সম্মান বাঁচালেন এরপর পাল্টা আক্রমণ চালিয়ে তুলে নিলেন হাফ সেঞ্চুরি।

এই অলরাউন্ডারের দারুণ ব্যাটিংয়ে রাজশাহী কিংসের বিপক্ষে ৫ উইকেটে ১৩৮ রান করেছে ঢাকা।

মিরপুরে আজ শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি।

ঢাকার টপ অর্ডার আজ পুরোপুরি ব্যর্থ হয়। ২ রান করেন সাঙ্গাকারা। জয়াবর্ধনে ফিরে যান ১১ রান করে। ভালো খেলতে থাক মেহেদী মারুফ আউট হন ২৫ রান করে।

কোনো রানই করতে পারেননি সাকিব। এরপর রবি বোপারাকে নিয়ে (২০) দারুণ এক জুটি বাঁধেন সৈকত। বোপারা আউট হলেও থামেননি সৈকত।

শেষ বল পর্যন্ত অপরাজিত থেকে ৪৬ বলে করেন ৫৯ রান। ব্রাভো অপরাজিত ছিলেন ১৩ রানে। রাজশাহীর মিরাজ ও সামিত প্যাটেল নেন দুটি করে উইকেট।    
১১ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে