শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬, ১০:১৩:৫২

কোনো শট যখন ছয় হয়, তখন ভালো লাগে: মুশফিক

কোনো শট যখন ছয় হয়, তখন ভালো লাগে: মুশফিক

স্পোর্টস ডেস্ক:অভিষেকের পর থেকে বাংলাদেশকে অনেক ম্যাচেই স্লগ সুইপে একের পর একে ছক্কো মেরে জয় এনে দিয়েছেন মুশফিকুর রহীম; কিন্তু গত বছর থেকেই সেই স্লগই যেন অভিশাপ হয়ে উঠেছিল তার জন্য। বার বারই আউট হচ্ছিলেন প্রিয় এ শট খেলতে গিয়ে।

বিশ্বকাপে ভারতের বিপক্ষে সে ম্যাচ থেকে শুরু করে সর্বশেষ ইংল্যান্ড সিরিজেও। তবে শুক্রবার স্লগ সুইপেই দারুণ দুটি ছক্কা মেরেছেন মুশফিক। আর তাতেই আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তিনি। সে সঙ্গে ছেড়েছেন স্বস্তির নিঃশ্বাস।

এদিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক নিজের শট সম্পর্কে বলেন, ‘স্তস্তি তো অবশ্যই। যে কোনো শট যখন ছয় হয়, তখন ভালো লাগে। সেটা স্লগ সুইপ হোক কিংবা অন্য শট।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের সে সময় একটু ঝুঁকি নেওয়ার দরকার ছিল। হিসেব অনুযায়ী আমরা সেটা নিয়েছি। এবং আমার যেটা স্ট্রং জোন সেখান থেকেই আমি ঝুঁকি নেই। এজন্য ভালো লাগছে। আর শেষ দুটা ইনিংস ভালো হয়েছে, ছন্দে আছি। চেষ্টা করছি পুরো বিপিএল এ ছন্দে যেন খেলতে পারি।’

তবে দারুণ শটে দলের রান বাড়াতে পাড়লেও এদিন ম্যাচের শেষ পর্যন্ত থাকতে পারেনি মুশফিক। তাই কিছুটা আক্ষেপ থেকেই যাচ্ছে তার। তবে আগামীতে একই সুযোগ আসলে ম্যাচ শেষ করে আসার প্রত্যয় প্রকাশ করেন অধিনায়ক, ‘শেষ করে আসতে পারলে ভালো হতো। এটা তো সবাই চায়। আপনি জানেন যে রাজশাহী-খুলনার যে খেলাটা হয়েছে, ক্রিকেটে এরকম যে কোনো কিছুই হতে পারে। সেট ব্যাটসম্যান আউট হলে নতুন ব্যাটসম্যানের জন্য একটু কঠিন হয়ে যায়।’

তবে শেষ না করতে পারলেও খুব বেশি আফসোস নেই মুশফিকের। রান রেট বাড়ানোর লক্ষ্যে আক্রমণাত্মক ব্যাটিং করে আউট হন মুশফিক, ‘আমার আর থিসারার একটা পরিকল্পনা ছিল যে, আমরা শেষে এমন একটা জায়গায় আসতে পারি, যেখানে পরে আমাদের রান রেটের একটা হিসাব হতে পারে।

আমরা চেষ্টা করছিলাম যদি দুই ওভার আগে খেলা শেষ করতে পারি সেটাও আমাদের বড় একটা প্লাস পয়েন্ট হবে। আউট হয়ে গেছি এটার জন্য বেশি খারাপ লাগছে না। আমাদের যে পরিকল্পনা ছিল এক/দেড় ওভারে জিততে পারি, সেটা করতে পেরে ভালো লাগছে।-জাগো নিউজ
১১ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে